ট্রাম্পের ‘সোনার সংসার’
প্রেসিডেন্টের পরিবারকে বলা হয় ফার্স্ট ফ্যামিলি বা প্রথম পরিবার৷ চলুন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রথম পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাক৷
মেলানিয়া ট্রাম্প
৪৬ বছর বয়স৷ জন্ম স্লোভেনিয়ায়৷ আগে ছিলেন মডেল৷ ২০০১ সালে যুক্তরাষ্ট্রে থাকার গ্রিন কার্ড পান, নাগরিকত্ব পান ২০০৬ সালে, ডোনাল্ডের সঙ্গে বিবাহের এক বছর পরে৷ অ্যামেরিকার নতুন ফার্স্ট লেডি গ্ল্যামারাস হবেন তো বটেই, সম্ভবত তাঁর নিজের ব্যক্তিত্বকেও প্রতিষ্ঠা করবেন৷ ক্রমশ প্রকাশ্য৷
ইভানকা ট্রাম্প
ট্রাম্পের জ্যেষ্ঠা কন্যা শুধু তাঁর কোম্পানির ভাইস-প্রেসিডেন্টই নন, নির্বাচনি প্রচার অভিযানে ট্রাম্পের ঘনিষ্ঠতম সহযোগী ছিলেন এই সাবেক মডেল৷ ইভানকার নিজের একাধিক ব্যবসা আছে, যেমন জামাকাপড়ের অথবা ফ্যাশন জুয়েলারির৷ নারী অধিকার কর্মী হিসেবেও নাম আছে৷ জ্যারেড কুশনারকে বিবাহ করার সময় ইহুদিধর্ম গ্রহণ করেন৷ ৩৫ বছর বয়সি ইভানকা চেলসি ক্লিন্টনের বান্ধবী, এমনকি ২০০৭ সালে ক্লিন্টনের ক্যামপেইনে দানও করেছিলেন৷
এরিক ট্রাম্প
ট্রাম্পের মধ্যম পুত্র এরিক ট্রাম্পের বয়স ৩২, ইভানকার মতো তিনিও ট্রাম্প অর্গানাইজেশনের এক্সিকিউকিভ৷ বাবার প্রচার অভিযানে সারাক্ষণ সংশ্লিষ্ট ছিলেন৷ তিনি ও তাঁর বড় ভাই ডোনাল্ড ট্রাম্প জুনিয়র কুমীর ও চিতাবাঘের মতো প্রাণী শিকার করে সমালোচনার সম্মুখীন হয়েছেন৷ দু’বছর আগে লারা ইউনাস্কাকে বিবাহ করেন এরিক ট্রাম্প৷
ডোনাল্ড ট্রাম্প জুনিয়র
ইভানার সঙ্গে ট্রাম্পের প্রথম বিবাহের প্রথম সন্তান ডোনাল্ড ট্রাম্প জুনিয়র৷বয়স ৩৮৷ ইনিও বাবার সঙ্গে প্রচার অভিযানে থেকেছেন৷ অন্য দুই ভাইবোনের মতো পারিবারিক ব্যবসায় নিযুক্ত৷ ভাইয়ের সঙ্গে পশুশিকার করতে গিয়ে জনতার রোষে পড়েছেন৷ মডেল ভ্যানেসা কে হেইডন তাঁর স্ত্রী; উভয়ের পাঁচ সন্তান৷
টিফানি ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প আর তাঁর দ্বিতীয় স্ত্রী মার্লা মেপলসের কন্যা ২৩ বছর বয়সি টিফানি ট্রাম্প৷ ২০১৬ সালে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন৷ একটি গানের রেকর্ড বের করেছেন ও কিছু মডেলিংও করেছেন৷ ইনস্টাগ্রামে সক্রিয়৷ বাবার সঙ্গে অন্য ছেলে-মেয়েদের মতো ঘনিষ্ঠ নন, বলে শোনা যায়৷
জ্যারেড কুশনার
ইভানকার স্বামী কুশনার পরিবারের রিয়্যাল এস্টেট কোম্পানির সিইও, এছাড়া নিউ ইয়র্ক অবজার্ভার পত্রিকার মালিক৷ কুশনার ইহুদি৷ প্রচার অভিযান চলাকালীন তিনি ভবিষ্যৎ প্রেসিডেন্টের ঘনিষ্ঠ উপদেষ্টায় পরিণত হন৷
লারা ইউনাস্কা
(ছবিতে মেলানিয়া ট্রাম্পের বামদিকে) ৩৩ বছর বয়সি লারা ইউনাস্কা আগে ছিলেন পার্সোনাল ট্রেনার৷ এরিক ট্রাম্প দু’বছর আগে লারাকে বিবাহ করেন৷ এরিক শিকার করতে ভালোবাসেন, কিন্তু লারা নর্থ শোর অ্যানিমেল লিগ অফ অ্যামেরিকার মতো প্রাণী কল্যাণ সংগঠনগুলির সমর্থক ও প্রবক্তা৷
ব্যারন ট্রাম্প
দশ বছরের ব্যারন ট্রাম্প মেলানিয়া-ডোনাল্ড ট্রাম্প দম্পতির একমাত্র সন্তান৷ ট্রাম্প নাকি ব্যারনকে ‘লিটল ডোনাল্ড’ বলে ডাকেন৷ দু’জনে একসঙ্গে গল্ফ খেলতে ভালোবাসেন৷