1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্প জিতলে কী হবে জানেন?

৩ নভেম্বর ২০১৬

দরজায় কড়া নাড়ছে মার্কিন নির্বাচন৷ ভোটারদের আকর্ষণে দুই প্রার্থী শেষ চেষ্টা করে যাচ্ছেন৷ সঙ্গে যোগ দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা৷

https://p.dw.com/p/2S4rj
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প
ছবি: Getty Images/S. Platt

বুধবার ক্লিন্টন জনসভা করেছেন অ্যারিজোনায়৷ সেখানে রিপাবলিকানদের দুর্গ ভাঙতে চাইছেন তিনি৷ তাইতো ট্রাম্প প্রেসিডেন্ট হলে কী কী হতে পারে তার একটা ধারণা দেয়ার চেষ্টা করেছেন তিনি৷ ট্রাম্প প্রেসিডেন্ট হলে ‘টুইটার-যুদ্ধের পরিবর্তে সত্যিকারের যুদ্ধ' শুরু হতে পারে বলে ভোটারদের সতর্ক করে দেন তিনি৷ জনসভায় জড়ো হওয়া প্রায় ১৫ হাজার নাগরিকের উদ্দেশে ক্লিন্টন বলেন, ‘‘একবার শুধু ভাবুন আজ ২০১৭ সালের ২০ জানুয়ারি৷ আর ভাবুন ডোনাল্ড ট্রাম্প ক্যাপিটলের সামনে দাঁড়িয়ে আছে৷ চিন্তা করে দেখুন তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন আর ওভাল অফিসে বসে এমন সব বিষয়ে সিদ্ধান্ত দিচ্ছেন যার সঙ্গে আমাদের জীবন আর ভবিষ্যৎ জড়িত৷''

হিলারি ক্লিনটন
ট্রাম্প প্রেসিডেন্ট হলে কী কী হতে পারে তার একটা ধারণা দেয়ার চেষ্টা করেছেন হিলারি ক্লিনটনছবি: Getty Images/AFP/J. Samad

ক্লিন্টনের মতো সতর্কবাণী উচ্চারণ করেছেন প্রেসিডেন্ট ওবামাও৷ নর্থ ক্যারোলাইনায় তিনি বলেন, ‘‘ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের নিকট ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে৷ দেশের ভবিষ্যৎ আমাদের উপর নির্ভরশীল৷ এমনকি বিশ্ব কোনদিকে যাবে, সেটিও ঠিক হবে এই নির্বাচনে৷ সুতরাং নর্থ ক্যারোলাইনা, আপনাদের দায়িত্ব হচ্ছে, এটি যেন সঠিক দিকে এগোয় তা নিশ্চিত করা৷'' উল্লেখ্য, নির্বাচনে বিজয়ী নির্ধারণে যে কয়েকটি রাজ্যের ফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তার মধ্যে একটি নর্থ ক্যারোলাইনা৷

ওবামা বৃহস্পতিবার আরেকটি গুরুত্বপূর্ণ রাজ্য ফ্লোরিডায় ক্লিন্টনের পক্ষে প্রচারণা চালাবেন৷ ট্রাম্পও এদিন ফ্লোরিডায় জনসমাবেশ করবেন৷ এর আগে এক সভায় ওয়াশিংটনকে দুর্নীতিমুক্ত করতে ট্রাম্প কী করবেন তা জানান৷ অনেক নীতিনির্ধারক আর ভোটার এখন তাঁর দিকে আসছে বলেও মন্তব্য করেন ট্রাম্প৷ ‘‘শুধু একজন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন না৷ তিনি অসৎ হিলারি ক্লিন্টন৷ আমরা জিততে যাচ্ছি,'' বলেন ৭০ বছর বয়সি এই রিপাবলিকান৷

বারাক ওবামা
‘‘ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের নিকট ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে’’ বলেন প্রেসিডেন্ট ওবামাছবি: Reuters

ক্লিন্টনের জন্য ভাল খবর

নির্বাচনে ভোট গ্রহণ হবে মঙ্গলবার৷ তবে ৩৭টি রাজ্যের ভোটাররা চাইলে চিঠির মাধ্যমে কিংবা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছেন৷ ২০১২ সালে যত ভোট পড়েছিল তার প্রায় এক চতুর্থাংশ ভোট (৩১ মিলিয়নের বেশি) ইতিমধ্যে দেয়া হয়ে গেছে৷ মঙ্গলবারের আগে ৪৬ মিলিয়নের মতো ভোটগ্রহণ হতে পারে বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি৷

এসব ভোটের ফল ভোটের দিন জানা গেলেও ভোটারদের দলের প্রতি সমর্থন ও তাঁদের সম্পর্কিত অন্যান্য তথ্য বিশ্লেষণ করে এপি একটি ধারণা পাওয়ার চেষ্টা করেছে৷ তাতে দেখা যাচ্ছে, ক্লিন্টন ও ট্রাম্পের মধ্যে কঠিন প্রতিযোগিতা হলেও এগিয়ে আছেন ক্লিন্টন৷

আপনার কী মনে হয়? কে জিতবেন – ট্রাম্প না হিলারি? লিখুন মন্তব্যের ঘরে৷

জেডএইচ/এসিবি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান