‘ডিএনএ জার্নি' নামে এক ভিডিও
১০ জুন ২০১৬‘ডিএনএ যাত্রা' নামের এই ভিডিওটিতে দেখা যায় একটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জিজ্ঞেস করা হয়, তাদের জাতীয়তা কী, বিশ্বের কোন দেশ তাদের পছন্দ, কোনটি পছন্দ নয়৷ কোন দেশের মানুষদের তারা পছন্দ করে না এবং তা কেন? সবাই নিজের দেশ ও সংস্কৃতিকে সেরা বলেছে৷ অনেকের উত্তর ছিল – ‘‘আমি যে দেশে জন্মেছি, যে সংস্কৃতি লালন করি সেটি নিশ্চয়ই সেরা৷''
পরে তাদের প্রত্যেকের ডিএনএ পরীক্ষা করা হলো এবং অবাক ব্যাপার তাদের অনেকেরই অপছন্দের দেশে তাদের পূর্বপুরুষদের বাস ছিল বলে জানা গেল৷ আর এই ফলাফল দেখে অনেকেই নিজেদের চোখের জল ধরে রাখতে পারেনি৷ ভিডিওটির উদ্দেশ্য এক৷ আমরা মানুষ৷ আমাদের একটাই জাতি৷ কে কোথা থেকে এসেছি বড় কথা নয়৷ বড় কথা হলো মানবতা৷
গঙ্গোবঙ্ক তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি ইভেন্ট খুলেছে৷
আপনি টাকা দিয়ে নিজের ডিএনএ-র পরিচয় জানতে পারবেন তাদের সাহায্যে৷ জানতে চাইলে ভিজিট করুন তাদের এই ওয়েবসাইটটি৷
এখন পর্যন্ত অন্তত ৪০ লাখ মানুষ ইউটিউবে ভিডিওটি দেখেছে৷ মন্তব্য করেছেন ২,০০০ জন৷ সামাজিক যোগাযোগের মাধ্যমেও ভিডিওটি শেয়ার করেছে অসংখ্য মানুষ৷ গনগোবঙ্ক-এর ফেসবুক পাতায় ভিডিওটি দেখেছে প্রায় ১৪ লাখ মানুষ৷ আর অন্ততপক্ষে ২৪ হাজার মানুষ শেয়ার করেছে এটি৷