ডেনমার্কে আবার পবিত্র কোরআন পোড়ানো হলো
২৫ জুলাই ২০২৩গত শুক্রবার প্রথমে কোরআন পোড়ানো হয়। তারপর সোমবার কোপেনহাগেনে আবার কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। এর ফলে ডেনমার্কের সঙ্গে মুসলিম দেশগুলির সম্পর্ক খারাপ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
চরম দক্ষিণপন্থি ড্যানিশ প্যাট্রিয়ট নামে একটি সংস্থা পবিত্র কোরআন পুড়িয়েছে। তারা ইরাকের জাতীয় পতাকাতেও আগুন ধরিয়ে দেয়।
ইরাকের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ''ডেনমার্কে আবার ইরাকি দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ানো হলো। এভাবে সন্ত্রাসবাদ ও ঘৃণা ছড়ানো হচ্ছে। এই ঘটনা সমাজে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির বিরোধী।''
ইরাকের প্রধানমন্ত্রী আল-সুদানি বলেছেন, এর সঙ্গে কোনোভাবেই মতামত প্রকাশের স্বাধীনতা যুক্ত থাকতে পারে না। তিনি দাবি করেছেন, যারা এই ধরনের কাজ করছে, তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে। আর এই ধরনের ঘটনা যাতে না ঘটে তা ইউরোপের দেশগুলিকে নিশ্চিত করতে হবে।
গত শুক্রবার ইরাকি দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ানোর পর ইরাকে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। হাজারখানেক মানুষ জড়ো হয়ে ডেনমার্ক দূতাবাসের দিকে মিছিল করে যেতে চান। নিরাপত্তা বাহিনী তাদের আটকে দেয়। গত শনিবার কর্মীরা দূতাবাস ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে।
সম্প্রতি সুইডেনেও পবিত্র কোরআন পোড়ানো হয়েছে। তারপর ইরাক থেকে সুইডেনের রাষ্ট্রদূতকে বিতাড়িত করা হয়।
জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)