1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকার মাঠে বাংলাদেশ-অস্ট্রেলিয়া

৯ এপ্রিল ২০১১

বিশ্বকাপের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ৷ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ আজ অস্ট্রেলিয়া৷

https://p.dw.com/p/10qMN
ছবি: AP

সকাল সাড়ে ৯ টায় শুরু হবে খেলা৷ তিন ম্যাচের এই সিরিজে বেশ প্রতিদ্বন্দ্বীতা থাকবে বলে মনে করছেন দুই দলের অধিনায়ক৷

শুক্রবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন হয়৷ সেখানে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ক্রিকেট নিয়ে বিশ্বকাপে যতখানি ভেবেছি ততটা করতে পারিনি৷ তবে ওটাই শেষ ছিল না৷ সামনে নতুন খেলা, নতুন চ্যালেঞ্জ৷ সেভাবেই সবাই প্রস্তুত হবো৷ এবং এই সিরিজটাকে সেভাবেই নেবো৷

মাশরাফি বিন মুর্তজাকে বিশ্বকাপে খেলতে না দিলেও এখন নাকি তাঁকে খেলার সুযোগ দেওয়া হচ্ছে৷ বলা হচ্ছে, মাশরাফি এখন খেলার জন্য ফিট৷

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল থেকে এবার বিদায় নিয়েছিলো অস্ট্রেলিয়া৷ দলের ব্যর্থতায় অধিনায়কত্ব ছাড়তে হয়েছে রিকি পন্টিংকে৷ নতুন অধিনায়ক সহ অস্ট্রেলিয়া দলের সবাই অপেক্ষা করছে ভালো খেলার জন্য৷

ম্যাচ জয়ের বড় লক্ষ্যের বাইরে এবার বাংলাদেশের রয়েছে ছোট ছোট কিছু লক্ষ্যও৷ সাকিবের প্রথম লক্ষ্য পুরো ৫০ ওভার ব্যাট করা৷ তার জন্য দায়িত্ব নিয়ে খেলতে হবে দলের ব্যাটসম্যানদের৷

দলের উপরের সারির ব্যাটসম্যানদের ব্যাট থেকে কিছু কিছু রান এলেও নিচের সারির ব্যাটসম্যানরা সেভাবে রানে নেই৷ তামিম ইকবাল, ইমরুল কায়েস ভালো সূচনা এনে দিলেও পরের দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় লড়াইয়ের পিছিয়ে থাকছে বাংলাদেশ৷ তবে বাংলাদেশের স্পিনাররা বেশ ফর্মে আছেন৷ অন্যদিকে অস্ট্রেলিয়া বিশ্বকাপে স্পিনারদের মোকাবেলা করতে একরকম ব্যর্থ হয়েছে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: জাহিদুল হক