তৃণমূলের উৎসব
ফল প্রকাশ হতেই কলকাতার রাস্তায় বাঁধ ভাঙা আনন্দে মেতে ওঠেন তৃণমূল সমর্থক এবং কর্মীরা।
তখনো ফল ঘোষণা হচ্ছে
তৃণমূলের জয় নিশ্চিত হতেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন কর্মী-সমর্থকরা। দলের পতাকা নিয়ে গান বাজিয়ে নাচ শুরু হয়ে যায়।
পিসি-ভাইপো এক ফ্রেমে
এরই মধ্যে মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে এই ছবি। মিডিয়া তখনো জানে না যে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হেরে গেছেন। সে বিষয়েই কি কথা বলছেন পিসি-ভাইপো?
ভি ফর ভিকট্রি
কিছুক্ষণের মধ্যেই অবশ্য প্রেস কনফারেন্স করে নন্দীগ্রামে হার স্বীকার করে নেন মমতা। একই সঙ্গে দুইশ-র বেশি আসন জেতার জন্য ভিকট্রি সাইন দেখান।
বিজেপির শব
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলি অপরিসর। হঠাৎই সেখানে পিপিই কিট পরা কিছু মানুষকে শবদেহ নিয়ে যেতে দেখা যায়। আতঙ্কিত হয়ে পড়েন সকলে। পরে দেখা যায়, নকল শবদেহ সাজিয়ে উৎসবে অংশ নিয়েছেন তারা।
পুলিশের নজরদারি
গোটা কলকাতাতেই দুপুরের পর থেকে মাইকিং শুরু করে পুলিশ। তৃণমূল কর্মীদের বলা হয়, করোনাবিধি মেনে উৎসব করতে হবে। এক জায়গায় বেশি লোক থাকতে পারবে না।
বিজেপি অফিসের সামনে
বিজেপি অফিসের সামনেও তৃণমূল কর্মীরা উৎসব শুরু করেন। পুলিশ ব্যারিকেড দিয়ে এলাকা ঘিরে দেয়।
কলকাতার রাস্তা
কলকাতার রাস্তায় এভাবেই দলের জয় উদযাপন করেছেন তৃণমূল কর্মীরা। তবে রোববার বিকেলেই মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, করোনার সময় কোনো উদযাপন হবে না। করোনা চলে গেলে ব্রিগেডে বিজয়োৎসব হবে।