দক্ষিণ কোরিয়ায় মাস্ক পরা আর বাধ্যতামূলক নয়!
২৬ মে ২০২১বুধবার করোনা বিষয়ক এক মিটিং এ প্রধানমন্ত্রী কিম বু-কিউম বলেছেন, " যারা কমপক্ষে করোনার একটি ডোজ পেয়েছেন তারা জুন থেকে বড় সমাবেশে একত্র হতে পারবেন৷ আর তাদের জন্য বাইরে মাস্ক পরার আদেশ তুলে নেওয়া হল ৷'' তবে অক্টোবরে কোয়ারেন্টাইন ব্যবস্থা পুনর্বিবেচনা করা হবে বলেও জানান তিনি৷ দেশের প্রবীণদের টিকা দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে৷ কারণ সেপ্টেম্বরের মধ্যে, পাঁচ কোটি ২০ লাখ মানুষের কমপক্ষে শতকরা ৭০ ভাগের টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে৷ বর্তমানে সাত দশমিক সাত শতাংশ মানুষ একটি ডোজ পেয়েছেন৷ ৬০ থেকে ৭০ বছর বয়সীদের মধ্যে শতকরা ৬০ ভাগ মানুষ ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছেন৷
জাপান
টোকিও অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে জাপানে জনমত বৃদ্ধি পেয়েছে৷ করোনার কারণে ২০২০ সালে এই বৈশ্বিক টুর্নামেন্ট স্থগিত করা হয়৷ কয়েকটি স্থানীয় সংবাদপত্রসহ বুধবার অ্যাসাহি শিম্বুন নামে দেশের বড় একটি পত্রিকা অলিম্পিক বাতিল করার আহ্বান জানিয়েছে৷
পত্রিকাটিতে বলা হয়েছে, সরকার এবং অলিম্পিকে অংশীদারদের বিরুদ্ধে ক্ষোভ এবং প্রতিক্রিয়া বাড়ছে৷ প্রধানমন্ত্রী সুগার কাছে পরিস্থিতি ভেবে গ্রীষ্মের অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়ার দাবি জানানো হয়৷
জাপানে মাত্র কয়েক শতাংশ মানুষ টিকা পাওয়ায় অলিম্পিকের বিরোধিতা ক্রমশ বাড়ছে৷ তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) এবং অন্যান্য স্টেকহোল্ডারদের পক্ষ থেকে অনুষ্ঠান বাতিল করার কোনো লক্ষণ দেখা যায়নি৷
থাইল্যান্ড
বুধবার ৪১ জনের মৃত্যুর খাবার পাওয়া গেছে জানিয়েছে থাইল্যান্ড, যা দেশের জন্য দৈনিক রেকর্ড৷ মহামারী শুরুর পর থেকে থাইল্যান্ডে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে এক লাখ ৩৭ হাজার ৮৯৪ জন৷ টিকা দেওয়ার গতি বাড়াতে স্বাস্থ্য কর্মকর্তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷
শ্রীলঙ্কা
অনুদান হিসাবে চীন থেকে সিনোফর্ম করোনভাইরাস ভ্যাকসিনের পাঁচ লাখ ডোজ পেয়েছে শ্রীলঙ্কা৷ প্রতিবেশী দেশ ভারতের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও ভারত টিকা সরবরাহ করতে ব্যর্থ হয় ৷ ফলে দক্ষিণ এশীয় দ্বীপপুঞ্জের দেশটি টিকা সংকট নিয়ে লড়াই করছে৷ শ্রীলঙ্কা সরকার চীন থেকে এক কোটি ৪০ লাখ ডোজ সিনোফর্ম টিকা কিনতে রাজি হয়েছে৷
অ্যামেরিকা
মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যার শতকরা প্রায় ৫৭ ভাগ মানুষ অন্তত একটি ডোজ পেয়েছে৷ হাওয়াই রাজ্যের গভর্নর ডেভিড ইজ জানান, বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক না হলেও বদ্ধ ঘরে মাস্ক পরতে হবে৷ জুন মাস থেকে হাওয়াই সার্ফিং এবং ক্যানু প্যাডলিং এর মতো স্পোর্টস প্রতিযোগিতার অনুমতি দেবে৷
এনএস/কেএম(ডিপিএ,এএফপি,এপি,রয়টার্স)