খেলাধুলানেদারল্যান্ডস
দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস
৩ ডিসেম্বর ২০২২বিজ্ঞাপন
ম্যাচের ১০ মিনিটেই মেম্ফিস দিপাইয়ের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস, উচ্ছ্বাসে ভাসে ডাচরা৷ যদিও বল পজেশনে সেসময় এগিয়ে ছিল ইউএসএ৷
প্রথমার্ধে যোগ করা অতিরিক্ত সময়ে নেদারল্যান্ডসের ব্যবধান দ্বিগুণ করেন দালে ব্লিন্ড৷ বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ডাচেরা৷
দ্বিতীয়ার্ধের শুরু থেকে যুক্তরাষ্ট্রের রক্ষণভাগকে চাপে রাখার চেষ্টা করে তারা৷ তবে ৭৬ মিনিটে হাজি রাইটসের গোলে ব্যবধান কমায় যুক্তরাষ্ট্র৷ ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও সেটি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা৷ ৮১ মিনিটে দেঞ্জেল দুমফ্রিজের গোলে ব্যবধান আরো বাড়ায় নেদারল্যান্ডস, ম্যাচে ফেরা অসম্ভব হয়ে যায় যুক্তরাষ্ট্রের জন্য৷ ৩-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় ডাচেরা৷ শেষ ষোলো থেকে বিদায় যুক্তরাষ্ট্রের৷
আরকেসি/এফএস