দ্বিতীয়বারের মতো এগিয়ে ইউপিএ
১৬ মে ২০০৯বলা বাহুল্য, দ্বিতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন ড. মনমোহন সিং৷ কংগ্রেস জোট লিড করছে আসাম, দিল্লি, গুজরাট, হরিয়ানা, এমনকি পশ্চিমবঙ্গেও৷ সর্বশেষ ফলাফল অনুযায়ী দেখা যাচ্ছে, যে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের আসন সংখ্যা বেশ কমেছে৷ কমেছে কেরালা-তেও৷ তবে বিহারে সংযুক্ত জনতা দল নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতার দিকে৷ তামিল নাড়ুতে এগিয়ে আছে ডিএমকে৷
এদিকে, উত্তর প্রদেশে কংগ্রেসের ফলাফল প্রত্যাশার চেয়ে ভালো৷ মহারাষ্ট্রেও এগিয়ে আছে কংগ্রেস জোট৷ এছাড়া, যে সব ওজনদার প্রার্থী নিজ নিজ কেন্দ্রে এগিয়ে আছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কংগ্রেস প্রার্থী সোনিয়া গান্ধী - রায় বেরেলি, প্রণব মুখোপাধ্যায় - জঙ্গিপুর, রাহুল গান্ধী - আমিথি, সন্দীপ দীক্ষিত - পূর্ব দিল্লি, আজহারুদ্দিন - মোরাদাবাদ, জয়পাল রেড্ডি - চাভেলা, রেনুকা চৌধুরী - খাম্মাম, পানাবাকা লক্ষী - বাপাটিয়া, ভি এস জগনমোহন রেড্ডি - কাডাপা, মীরা কুমার - সাসারাম, পি কে বান্সাল - চন্ডীগড়, কপিল শিবাল - চাঁদনি চক, জে পি আগারওয়াল - উত্তর-পূর্ব দিল্লি৷
বিজেপি জোট এনডিএ-র এল কে আদবানি - গান্ধীনগর, কবীন্দ্র পুরকায়স্থ - শিলচর, বিজয়া চক্রবর্তী - গৌহাটি, নিখিল চৌধুরী - কাটিহার, কীর্তি আজাদ - দারভাঙ্গা, শত্রুঘ্ন সিংহ - পাটনা সাহিব এবং দিলিপ সিং জুদেভ - বিলাশপুর৷
এছাড়াও, এইউডিএফ-এর বদরুদ্দীন আজমল - ধুবড়ি, এজিপি-র সর্বনন্দ সোনোয়াল - দিব্রুগড়, টিআরএস-এর বিজয়া শান্তি - মেডাক, জেডিইউ-র শরদ যাদব - মাধেপুরা, রাজিব রঞ্জন - মুঙ্গের, আরজেডি-র লালু প্রসাদ যাদব - সারান এবং ন্যাশনাল কনফারেন্সের ফারূক আবদুল্লাহ এগিয়ে আছেন শ্রীনগর কেন্দ্র থেকে৷
প্রতিবেদক: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি ; সম্পাদনা : দেবারতি গুহ