দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমায় জার্মানিতে চারজন আহত
২ ডিসেম্বর ২০২১আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তিনি এখন স্থিতিশীল আছেন৷ আরেকজনের পা উড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল৷ চার ঘণ্টা অস্ত্রোপচারের পর সেটি ঠিক করা গেছে৷
জার্মানিতে এখনও নিয়মিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেলা বোমা পাওয়া যায়৷ বিশেষজ্ঞ দল সেগুলো নিস্ক্রিয় করে থাকে৷
শহরের কোথাও বোমা লুকিয়ে আছে কিনা তা নিয়মিত পরীক্ষা করে দেখে মিউনিখ শহর কর্তৃপক্ষ৷ তারপরও কেন ঐ বোমাটির সন্ধান পাওয়া যায়নি তা স্পষ্ট নয়৷
বুধবারের দুর্ঘটনাটি মিউনিখের কেন্দ্রীয় রেলস্টেশনের কাছে ঘটেছে৷ এই জায়গাটি ইউরোপের রেল চলাচলের অন্যতম ব্যস্ত এলাকা৷ তবে বিস্ফোরণের কারণে কোনো রেললাইন ক্ষতিগ্রস্ত হয়নি৷ অবশ্য কয়েক ঘণ্টার জন্য রেল চলাচল স্থগিত রাখতে হয়েছিল৷
১৯৯৪ সালে বার্লিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেলা এক বোমা বিস্ফোরণে তিন নির্মাণ শ্রমিক প্রাণ হারিয়েছিলেন৷
২০১৭ সালে ফ্রাঙ্কফুর্টে ১.৪ টন বোমার সন্ধান পাওয়া গিয়েছিল৷ সে কারণে আশেপাশের এলাকা থেকে ৬৫ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছিল৷ ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর এটিই ছিল স্থানান্তরের সবচেয়ে বড় ঘটনা৷
২০২০ সালে বার্লিনের বাইরে যেখানে টেসলার প্রথম ইউরোপীয় কারখানা নির্মিত হয়েছে সেখানে সাতটি বোমাপাওয়া গিয়েছিল৷
জেডএইচ/এসিবি (ডিপিএ, এএফপি)