1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যামি ওয়াইনহাউস

২ আগস্ট ২০১২

সমকালীন পপ-সৌল সংগীতাঙ্গনে এক অসাধারণ জনপ্রিয় সংগীত তারকা ছিলেন অ্যামি ওয়াইনহাউস৷ ২৩শে জুলাই ছিল প্রতিভাবান ব্রিটিশ এই সংগীত শিল্পীর প্রথম মৃত্যু বার্ষিকী৷

https://p.dw.com/p/15iMb
Singer Amy Winehouse performs at the V Festival in Hylands Park, Chelmsford, Essex near London on Sunday, August 17, 2008. Photo: Scott Taylor/Starstock/Photoshot +++(c) dpa - Report+++ Keine Verwendung in China, Taiwan, Macao und Hongkong, No usage in China, Taiwan, Macao and Hongkong
ছবি: picture-alliance/dpa

২০০৩ সালে প্রথম অ্যালবাম ‘ফ্র্যাঙ্ক'-এর মধ্য দিয়ে সমকালীন সৌল সংগীতের অঙ্গনে, গীতিকার, সুরকার ও গায়িকা অ্যামি ওয়াইনহাউস'এর সফল আত্মপ্রকাশ৷ ইংল্যান্ড সহ আরো বহু দেশে হিট অ্যালবামের তালিকায় প্রথম দিকে স্থান অধিকার করে এবং দুটি ব্রিট পুরস্কারের জন্য মনোনীত হয় এই অ্যালবাম৷

২০০৬ সালে তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘ব্যক টু ব্লেক'-এর মধ্য দিয়ে, বিশ্ব সংগীতাঙ্গনের দৃষ্টি আকর্ষণ করেন অ্যামি৷ পাঁচটি গ্র্যামি পুরস্কারে ভূষিত হয় এই অ্যালবাম৷ বিশ্বের বিভিন্ন দেশে একের পর এক কনসার্টের মধ্য দিয়ে তিনি জয় করেন অসংখ্য সংগীত অনুরাগীর হৃদয়৷

অ্যামি ওয়াইনহাউস'এর জন্ম ১৯৮৩ সালের ১৪ই সেপ্টেম্বর লন্ডনে৷ ছোট বেলা থেকেই জ্যাজ সংগীতের প্রতি তাঁর ছিল গভীর অনুরাগ৷ প্রথমে ‘সিলভিয়া ইয়াং থিয়েটার স্কুল' এবং পরে ‘ব্রিট স্কুল'-এ সংগীত শিক্ষা লাভ করেন তিনি৷ ১৩ বছর বয়সে পান তাঁর প্রথম গিটার এবং তার পরের বছর থেকেই শুরু হয় তাঁর সংগীত রচনা৷ ২০০০ সালে ‘ন্যাশনাল ইয়থ জ্যাজ অর্কেস্ট্রা'-য় গায়িকা হিসেবে যোগ দেন অ্যামি৷ একক সংগীত শিল্পী হিসেবে লন্ডনের বিভিন্ন ক্লাবে সংগীত পরিবেশন করেন৷ ১৮ বছর বয়সে প্রথম ‘আইল্যান্ড রেকর্ডস'-এর সাথে চুক্তিবদ্ধ হন অ্যামি৷ ২০ বছর বয়সে প্রথম অ্যালবাম প্রকাশ হওয়ার পর থেকেই শুরু হয় সংগীত জগতে তাঁর বাঁধ ভাঙ্গা জনপ্রিয়তা৷

FILE - In this March 17, 2009 file photo, British singer Amy Winehouse is assisted as she leaves Westminster Magistrates Court in London, where she pleaded not guilty to a charge of common assault, over an incident at a charity ball. Amy Winehouse, the beehived soul-jazz diva whose self-destructive habits overshadowed a distinctive musical talent, was found dead Saturday, July 23, 2011 in her London home, police said. She was 27. (Foto:Kirsty Wigglesworth, File/AP/dapd)
ছবি: dapd

সংগীত জীবনের অল্প সময়ে এই শিল্পী তাঁর কাব্যিক-সুরেলা কণ্ঠে ব্লুজ, জ্যাজ ও সৌল সংগীতের ছোয়ায় এক নতুন স্বাদের সুদক্ষ ও সৃজনশীল সংগীত উপহার দিয়েছেন তাঁর অসংখ্য অনুরাগীদের৷ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি৷ কিন্তু সংগীত ও সাফল্যের পাশাপাশি অতিরিক্ত মাদকাসক্তি ছিল তাঁর নিত্যদিনের সঙ্গি৷ তারই পরিণতি, ২০১১ সালের ২৩শে জুলাই, মাত্র ২৭ বছর বয়সে লন্ডনে তাঁর নিজের ফ্লেটে মৃত্যুর কোলে ঢলে পড়েন সংগীত প্রতিভা অ্যামি ওয়াইনহাউস৷

প্রতিবেদন: মারুফ আহমদ
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য