1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারী পুলিশ সদস্যের সালসা নাচের ভিডিও ভাইরাল

৮ জুন ২০১৭

জার্মানির রাজধানী বার্লিনে হয়ে গেল চারদিনব্যাপী ‘কার্নেভাল অফ কালচার্স' উৎসব৷ সেখানে উপস্থিত এক নারী পুলিশ উৎসবে আসা এক দর্শকের সঙ্গে সালসা নেচেছেন৷ সেই ভিডিও এখন দেখছেন সবাই৷

https://p.dw.com/p/2eIIN
ছবি: facebook.com/anyi.kingjoe

বার্লিনে বিভিন্ন দেশের মানুষের বাস৷ সেইসব দেশের পোশাক, খাবার আর সংস্কৃতি তুলে ধরতে প্রতিবছর এই উৎসবের আয়োজন করা হয়৷ চলতি মাসের ২ থেকে ৫ তারিখ পর্যন্ত এই বছরের উৎসব অনুষ্ঠিত হয়৷

ভিডিওতে পুলিশ সদস্যকে আত্মবিশ্বাসের সঙ্গে সালসা নাচতে দেখা গেছে৷ আর যাঁর সঙ্গে নেচেছেন, সেই যুবক কিছুটা অবাক হয়েছেন বলে মনে হয়েছে৷ তবে নাচার সময় তিনি বেশ উৎফুল্লই ছিলেন৷

৩ তারিখ ফেসবুকে পোস্ট করা ভিডিওটি কয়েক লাখ বার দেখা হয়েছে৷

বার্লিন পুলিশের মুখপাত্র উইনফ্রিড ভেনসেল ঐ নারী পুলিশ সদস্যের নাম প্রকাশ না করে তাঁর সম্পর্কে বলেছেন, তিনি আধুনিক ঘরানার এবং মানুষের সঙ্গে সহজে মিশতে পারেন৷ ‘‘এটি অবশ্যই টেক্সটবুকের বাইরে গিয়ে করা নাচ৷ আমরা পুলিশরাও একেকজন সাধারণ মানুষ,'' বার্লিনার কুরিয়ারকে বলেন তিনি৷

জেডএইচ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান