1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিউ ইয়র্কের পুলিশের যে ভিডিও ভাইরাল

২৮ ডিসেম্বর ২০১৮

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মাতালদের খপ্পরে পড়ে দারুণভাবে সামলে নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা আলী সাইদ৷ অস্ত্র ব্যবহার ছাড়াও কোনোরকম আঘাত না করে পাঁচজনকে সামলে রাতারাতি বীরের সম্মান পাচ্ছেন তিনি৷

https://p.dw.com/p/3Ajt7
USA "Explosion" im New Yorker Stadtteil Manhattan
ছবি: picture alliance/AP Photo/C. Zoeller

রবিবার রাতে ইস্ট ব্রডওয়ে পাতাল স্টেশনে কর্মরত ছিলেন আলী৷ সে রাতে পাঁচ গৃহহীন মাতাল তার ওপর হামলা করে৷ সে সময় মাতালদের ওপর হাতের লাঠি উঁচিয়ে  চিৎকার করে পিছিয়ে যাওয়ার অনুরোধ করতে থাকেন৷ এটিও বলেন, ‘আমি তোমাদের আঘাত করতে চাই না৷' তিনি কাউকে আঘাতও করেননি৷

 

তার এই সাহসী ভূমিকাকে ভিডিও করেন একজন ট্রেন যাত্রী এবং সেটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ ইতোমধ্যে  ১০ হাজারের বেশি শেয়ার এবং সাড়ে ৪৭ লাখবার দেখা হয়েছে জানিয়েছে বার্তা সংস্থা এনবিসি নিউইয়র্ক৷

নিজেকে রক্ষা করতে আলী কেনো গুলি চালালেন না? এর জবাবে আলী সাইদ এনবিসি টিভিকে বলেন, ‘‘জীবন ভীষণ মূল্যবান, যেকোনো মূল্যে সেটি রক্ষার্থে কাজ করা উচিত৷'' তিনি আরও বলেন, ‘‘আমার সামরিক ও পুলিশ বাহিনীর যে প্রশিক্ষণ রয়েছে সেটিই আমাকে পরিস্থিতি নানাভাবে সামলে নিতে পথ দেখিয়েছে৷ আমাকে সিদ্ধান্ত নিতে দ্বিতীয়বার ভাবিয়েছে৷''

এই ভিডিও দেখে সাবেক কমিশনার বিল ব্রাটন এক টুইটার বার্তায় আলীকে শুভেচ্ছা জানান৷ তিনি বলেন, আলীর এই ঘটনা নিউইয়র্কবাসী এবং এখানকার রাজনৈতিক নেতাদের মনে রাখা উচিত৷

ইতোমধ্যে হামলাকারী তিন মাতালকে গ্রেফতার করা হয়েছে৷ ভিডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে আলী বলেন, তিনি জানতেন না যে এটি ভিডিও হচ্ছে, সে সময় তিনি দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন৷ ঘটনার পরেরদিন সকালে বিভিন্নজনের ফোনের মাধ্যমে জানতে পারেন৷ 

সাইদ আলীর জন্ম বাংলাদেশে, বড় হয়েছেন ব্রুকলিনে৷ তিনি দীর্ঘদিন ইরাক ও আফগানিস্তানে মার্কিন সেনাসদস্য হিসেবে কর্মরত ছিলেন৷

এফএ/এপিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য