নেদারল্যান্ডসে ইতিবাচক বাংলাদেশের ছবি
বাংলাদেশের শিল্পখাতের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে দুই দিনের বেস্ট অব বাংলাদেশ নজর কেড়েছে ইউরোপীয় উদ্যোক্তাদের৷ কী ছিল সেখানে দেখুন ছবিঘরে...
রপ্তানি বাজার
বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন৷ গত অর্থবছরে এই দেশগুলোতে ১৩৭৩ কোটি ডলার রপ্তানি হয়েছে, যা আগের বছরের চেয়ে ১৫ শতাংশ বেশি৷ এই বাজারে অবস্থান আরো শক্তিশালী করতেই সরকারি-বেসরকারি উদ্যোগে বেস্ট অব বাংলাদেশের আয়োজন৷
তৈরি পোশাক
ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানির সিংহভাগই আসে তৈরি পোশাক থেকে৷ সম্প্রতি এই রপ্তানি পরিমাণের দিক থেকে চীনকেও ছাড়িয়ে গেছে৷ বেস্ট অব বাংলাদেশের প্রদর্শনীতে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো তাই বেশিরভাগই ছিল পোশাক শিল্পের৷
কৃষি ও খাদ্য
গত কয়েক বছরে বাংলাদেশের সম্ভাবনাময় রপ্তানির তালিকায় খাদ্য প্রক্রিয়াজাত শিল্প জায়গা করে নিয়েছে৷ বাংলাদেশের ৩৫ টি রপ্তানিমুখী প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নিয়েছে৷ তার মধ্যে রয়েছে খাদ্য শিল্পের প্রতিনিধিত্বকারী কয়েকটি কোম্পানি৷
টেকসই পণ্য
ইউরোপের বাজারে পরিবেশবান্ধব সুতা ও কাপড়ের চাহিদা বাড়ছে৷ বাংলাদেশের কোম্পানিগুলো সেদিকেও নজর দিচ্ছে৷
হ্যান্ডিক্রাফট
টেকসই ও প্লাস্টিকের বিকল্প হিসেবে ইউরোপের বাজারে হ্যান্ডিক্রাফট পন্যও জনপ্রিয়তা পাচ্ছে৷ বাংলাদেশের এমন পণ্যের রপ্তানি সীমিত হলেও ভবিষ্যতে তা সম্ভাবনাময় হয়ে উঠতে পারে৷ একটি প্রতিষ্ঠান তাদের হাতের কাজ তুলে ধরেছে আগ্রহীদের কাছে৷
জামদানি
একসময় বাংলাদেশের মসলিনের খ্যাতি ছিল বিশ্বজোড়া৷ মসলিন না থাকলেও জামদানি বাংলাদেশের উচ্চমানের কাপড়ের সেই ঐতিহ্য বহন করে৷ ইউরোপে বাজারে জামদানি রপ্তানির সম্ভাবনা কতটা তা খতিয়ে দেখছে একটি প্রতিষ্ঠান৷
বাংলাদেশের ঐতিহ্য
প্রদর্শনীতে আয়োজকেরা বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির সাথে ইউরোপীয়দের পরিচিতি করিয়ে দিতে চেয়েছে৷ তার অংশ হিসেবে নকশি কাঁথা সহ নানা কারুশিল্প রাখা হয়েছে৷
প্যানেল আলোচনা
বাংলাদেশের শিল্পের নানা দিক নিয়ে ছয়টি আলোচনা অনুষ্ঠিত হয়েছে দুই দিনের এই আয়োজনে৷ দেশের শিল্প খাতের প্রতিনিধিদের পাশাপাশি, ইউরোপের বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার বিশেষজ্ঞরা এসব আলোচনায় অংশ নেন৷ টেকসই শিল্পের পাশাপাশি শ্রমিকদের সংগঠন করার স্বাধীনতা, দর কষাকষির ক্ষমতার দিকগুলোর উপর জোর দেন কোনো কোনো বক্তা৷
নিজস্ব ডিজাইন
তৈরি পোশাক শিল্পে ভবিষ্যৎ বাজার ধরতে প্রয়োজন নিজস্ব উদ্ভাবনী পোশাক৷ বেস্ট অব বাংলাদেশে দেশি কোম্পানিগুলোর তৈরি ডেনিম পণ্যের ফ্যাশন শো ছিল অন্যতম আকর্ষণ৷
বাংলাদেশের সিনেমা
প্রদর্শনীর প্রথম দিনে দেখানো হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়ানো বাংলাদেশের পাঁচটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র৷ ছবিতে নুহাশ হুমায়ূন পরিচালিত মশারি চলচ্চিত্র প্রদর্শনীর একটি মুহূর্ত৷
নিয়মিত আয়োজন
বেস্ট অব বাংলাদেশের মূল আয়োজক বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ৷ সহযোগিতা করেছে নেদারল্যান্ডসে অবস্থিত বাংলাদেশের দূতাবাস, বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো৷ আগামী বছরের ১১ ও ১২ সেপ্টেম্বর একই স্থানে এর দ্বিতীয় সংস্করণ করার ঘোষণা দিয়েছেন তারা৷
ছিল প্রতিবাদও
উদ্বোধনী দিনে ভেন্যুর বাইরে ক্লিন ক্লথ ক্যাম্পেইন নামে একটি বৈশ্বিক শ্রমিক সংস্থার প্রতিনিধিরা প্রতিবাদে অংশ নেন৷ তারা বাংলাদেশের শ্রমিক নেতা শহীদুল হত্যার বিচারসহ, তৈরি পোশাক খাতের শ্রমিকদের ২৩ হাজার টাকা মজুরির দাবি তোলেন৷ উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েও তারা তাদের এসব দাবি তুলে ধরেন৷ বাংলাদেশের সরকারের প্রতিনিধিরা তার উত্তর দেন৷