পদার্থবিদ্যায় নোবেল তিন বিজ্ঞানীর
৩ অক্টোবর ২০২৩সুইডেনের রাজধানী স্টকহোমে মঙ্গলবার (৩ অক্টোবর) পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস৷
পদার্থের ইলেকট্রন ডাইনামিকস গবেষণায় আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরির পরীক্ষণলব্ধ প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্য তাঁদের এ পুরস্কার দেয়া হয়৷
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেসের মহাসচিব হান্স এলেগ্রেন বলেন, নোবেল বিজয়ী বিজ্ঞানীদের কাজটি ছিল পদার্থের ইলেকট্রন ডায়নামিকস গবেষণায় আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরির পরীক্ষামূলক পদ্ধতি৷
এই বছরের নোবেলজয়ী পদার্থবিদরা অল্প সময়ের আলোকস্পন্দন তৈরির উপায় বের করেছেন৷ স্পন্দনের সময়টি এতটাই ক্ষুদ্র যে, এর মাধ্যমে ইলেকট্রনের দ্রুত বেগে নড়াচড়ার ছবিও তোলা যায়৷ গ্যাসের ভেতরকার পরমাণুর সঙ্গে লেজার লাইটের মিথস্ক্রিয়ায় সৃষ্ট নতুন এক ধরনের প্রভাব আবিষ্কার করেন ফরাসি পদার্থবিজ্ঞানী অ্যান ল’হুইলিয়ের৷ পিয়েরে আগোস্তিনি ও ফেরেন্স ক্রাউসজ দেখিয়েছেন, আগে যত স্বল্প সময়ে আলোক স্পন্দন বা পালস তৈরি করা সম্ভব বলে মনে হয়েছিল, তার চেয়েও ছোট স্পন্দন তৈরি করা সম্ভব৷
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি বলেছে, এই বিজ্ঞানীরা পরমাণু এবং অণুর ভেতরে ইলেকট্রনের জগত অন্বেষণে বিশ্বমানব সভ্যতাকে নতুন পথ দেখিয়েছেন৷
আশা করা হচ্ছে, এই আবিষ্কারটির মধ্য দিয়ে ইলেকট্রনিক্সকে আরো ভালোভাবে বোঝা এবং রোগ নির্ণয়ের নতুন দিক উন্মোচিত হবে৷ একইসঙ্গে, উদ্ভিদের খাদ্য উৎপাদন বা সালোকসংশ্লেষণের মতো জৈবিক প্রক্রিয়াগুলোকে আরো বিশদভাবে বোঝার সুযোগ তৈরি হবে৷
নোবেলজয়ী এই তিন বিজ্ঞানীকে একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং মোট ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা দেয়া হবে৷ এ বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য ১০ মিলিয়ন থেকে বাড়িয়ে ১১ মিলিয়ন ক্রোনা করা হয়েছে৷ একই ক্যাটাগরিতে একাধিক নোবেলজয়ী থাকলে অর্থমূল্য অর্থাৎ ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনাকে ভাগ করে দেয়া হবে৷
বিজয়ীরা যারা
১৯৬২ সালের ১৭ মে ইউরোপীয় দেশ হাঙ্গেরির মুর শহরে জন্ম ফেরেঙ্ক ক্রাউসজের৷ বর্তমানে জার্মানির মাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট অব কোয়ান্টাম অপটিকসের পরিচালক এবং মিউনিখের লুডভিগ মাক্সিমিলিয়ান ইউনিভার্সিটিতে এক্সপেরিমেন্টাল ফিজিক্স বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন ফেরেঙ্ক ক্রাউসজ৷
নোবেলজয়ী তিন পদার্থবিদের মধ্যে একমাত্র নারী অ্যান ল'হুইলিয়ের৷ ১৯৫৮ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে জন্মগ্রহণ করেন তিনি৷ সুইডেনের লুন্ড ইউনিভার্সিটিতে অ্যাটমিক ফিজিক্স বিষয়ে অধ্যাপনা করছেন এই ফরাসি বিজ্ঞানী৷
১৯৬৮ সালে আয়াক্স মার্সেই বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন আগোস্তিনি৷এরপর সিইএ প্যারিস-স্যাকলেতে গবেষক হিসেবে যোগ দেন তিনি৷ এছাড়া যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া, আমস্টারডামের এফওএম ইনস্টিটিউট ফর অ্যাটমিক অ্যান্ড মলিকুলার ফিজিক্স এবং যুক্তরাষ্ট্রের ব্রুকহেভেন ন্যাশনাল ল্যাবরেটরিতেও কাজ করেন তিনি৷ ২০০৫ সালে ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটিতে যোগ দেন এই বিজ্ঞানী৷ সেখানেই এমিরেটাস অধ্যাপক হিসেবে এখনও আছেন পিয়েয়ে আগোস্তিনি৷
এর আগের বছর অর্থাৎ ২০২২ সালেও পদার্থবিদ্যায় সম্মিলিতভাবে তিন বিজ্ঞানীকে নোবেল দেয়া হয়েছিল৷ তারা হলেন: ফ্রান্সের অ্যালাইন অ্যাসপেক্ট, আমেরিকার জন এফ ক্লজার ও অষ্ট্রিয়ার অ্যান্টন জেলিঙ্গার৷ বেল ইনিকোয়ালিটিস অ্যান্ড পাইওনিয়ারিং কোয়ান্টাম ইনফরমেশন সায়েন্সে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গত বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন
এর আগে গতকাল চিকিৎসাবিজ্ঞানেনোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়৷ চলতি বছর চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন কাতালিন কারিকো ও ড্রু ওয়েজমান৷ নিউক্লিওসাইড বেস পরিবর্তনের বিষয়ে তাদের আবিষ্কারের জন্য এ বছর তারা নোবেল পুরস্কার পান, যেটি কোভিড-১৯-এর বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন উদ্ভাবনে সহায়তা করেছে৷
টিএম/এসিবি (এপি)