1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদ্মা সেতু

৬ অক্টোবর ২০১২

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির তদন্ত পর্যবেক্ষণে বিশ্বব্যাংক ৩ সদস্যের আন্তর্জাতিক প্যানেল গঠন করছে৷ আর এই প্যানলের মতামতের ওপরই নির্ভর করবে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন৷

https://p.dw.com/p/16LdT
ছবি: picture-alliance/dpa

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ডয়চে ভেলেকে জানান, এটি বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ৷ পদ্মা সেতু প্রকল্পে সত্যিই কোন দুর্নীতি না হয়ে থাকলে বাংলাদেশ এবার তা প্রমাণ করতে পারবে৷

আন্তর্জাতিক এই প্যানেলের প্রধান হলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রধান প্রসিকিউটর গাব্রিয়েল মোরেনো ওকাম্পো৷ আর দুজন সদস্য হলেন, হংকংয়ের দুর্নীতি বিরোধী স্বাধীন কমিশনের সদস্য টিমোথি টং এবং যুক্তরাজ্যের দুর্নীতি দমন কার্যালয়ের সাবেক পরিচালক রিচার্ড অল্ডারম্যান৷ টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ডয়চে ভেলেকে জানান, তারা পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির তদন্ত করবেন না৷ বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন যে তদন্ত করছে তার কর্মপ্রক্রিয়া দেখবেন৷ তাঁর মতে, এই আন্তর্জাতিক প্যানেল সদস্যদের দুর্নীতির তদন্তে সুনাম আছে৷

Niederlande UN-Gerichtshof Luis Moreno-Ocampo zu Sudan Darfur
প্যানেল প্রধান আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রধান প্রসিকিউটর গাব্রিয়েল মোরেনো ওকাম্পোছবি: AP

তিনি বলেন, বাংলাদেশের উচিত হবে আন্তর্জাতিক প্যানেলকে প্রয়োজনীয় সব ধরণের সহায়তা করা৷ কারণ বাংলাদেশের জন্য এটি একটি বড় সুযোগ৷ পদ্মা সেতু প্রকল্পে যদি দুর্নীতি না হয়ে থাকে তাহলে এবার তা প্রমাণ করা সম্ভব হবে৷

দুর্নীতির অভিযোগে ঋণ বাতিল করার পর বিশ্বব্যাংক শর্ত সাপেক্ষে পদ্মা সেতু প্রকল্পে ফিরতে রাজি হয়েছে৷ যার মধ্যে অন্যতম হল দুর্নীতির অভিযোগের গ্রহণযোগ্য এবং স্বচ্ছ তদন্ত৷ আর এই শর্ত পূরণ হলে পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি মার্কিন ডলার দেবে বিশ্বব্যাংক৷ সেতু প্রকল্পে মোট খরচ ধরা হয়েছে ২৯০ কোটি মার্কিন ডলার৷ বাকি অর্থ দেবে এডিবি, আইডিবি এবং জাইকা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য