পদ্মা সেতু
৩১ অক্টোবর ২০১২পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির তদন্তে দুদক এপর্যন্ত ২৯ জনকে জিজ্ঞাসাবাদ করেছে৷ তাদের মধ্যে সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া এবং অভিযুক্ত প্রতিষ্ঠান ক্যানাডার এসএসসি লাভালিনের বাংলাদেশি এজেন্টসহ সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনও আছেন৷ কিন্তু এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়নি৷ দুদক চেয়ারম্যান গোলাম রহমান জানিয়েছেন, বিশ্বব্যাংক যাদের সন্দেহজনক তালিকায় রেখেছে, তাদের মধ্যে ড. মশিউর রহমানও রয়েছেন৷ তাই তাঁকে আগামী ৬ই নভেম্বর দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হবে৷
দুর্নীতির তদন্ত পর্যবেক্ষণে ঢাকা ঘুরে যাওয়া আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেল পদ্মা সেতুর দরপত্র এবং প্রাক যোগ্যতা যাচাই সংক্রান্ত সব নথি দেখতে চেয়েছিল৷ দুদক চেয়ারম্যান জানান, সেতু বিভাগের নির্বাহী প্রেকৌশলী সাইফুল ইসলাম এ সংক্রান্ত ৩৫টি নথি দুদকে জমা দিয়েছেন এবং তা বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের কাছে পাঠানো হয়েছে৷
তিনি জানান, এপর্যন্ত যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের প্রয়োজনে আবারো জিজ্ঞাসাবাদ করা হতে পারে৷ উল্লেখ্য, দুদকের এই তদন্ত প্রক্রিয়া সন্তোষজনক হলেই পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণ পাওয়া যাবে৷ আর দুদককে সন্তুষ্ট করতে হবে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলকে৷