ফিরে আসছে বিশ্ব ব্যাংক
২১ সেপ্টেম্বর ২০১২
বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্পে শেষ পর্যন্ত অর্থায়ন করবে - এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে৷ বিডিনিউজকে এই তথ্য জানিয়েছেন আকরামুল কাদের৷ তাঁর কথায়, ‘‘জাইকা, এডিবিসহ অন্যান্য সকল সহযোগীদের ইতিমধ্যেই এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিশ্ব ব্যাংক৷’’
এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান যে, বিশ্ব ব্যাংক পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ থেকে সরে গিয়ে এখন দুর্নীতির আশঙ্কার অভিযোগ করছে৷ আর বাংলাদেশও বিশ্ব ব্যাংককে আশ্বস্ত করেছে যে, যাতে দুর্নীতি না হয় তার সব ব্যবস্থা নেয়া হয়েছে৷ বাংলাদেশের নেয়া ব্যবস্থায় বিশ্ব ব্যাংক নাকি সন্তুষ্ট৷
অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান আর পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে নেই৷
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে গত ২৯শে জুন বিশ্ব ব্যাংক ১২০ কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তি বাতিল করে৷ এতে সরকার দেশে-বিদেশে চাপের মুখে পড়ে৷ বিকল্প অর্থায়নের কথা বললেও সরকার এরপর থেকে একে একে বিশ্ব ব্যাংকের সব শর্ত পূরণ করে৷ এর মধ্যে অন্যতম হল সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে বিদায় করা, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমানকে ছুটিতে পাঠানো এবং দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করা৷ আর এর ফলে আবারো পদ্মা সেতু প্রকল্পে ফিরে আসছে বিশ্ব ব্যাংক৷ এই সেতু প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি মার্কিন ডলার৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ