টম জোনস
৭ জুন ২০১২ষাট দশকের মাঝামাঝি সময় থেকেই অন্যতম জনপ্রিয় ব্রিটিশ সংগীত শিল্পী হিসেবে খ্যাতি পেয়েছেন টম জোনস৷ তাঁর প্রাণবন্ত ও উঁচু সুরেলা কণ্ঠে বিভিন্ন আঙ্গিকের বহু গান তিনি উপহার দিয়েছেন তাঁর অসংখ্য মুগ্ধ অনুরাগীদের৷
১৯৬৫ সালে তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘ইটস নট আনইউজুয়াল' তাকে এনে দেয় আন্তর্জাতিক খ্যাতি৷ এই অ্যালবাম ইংল্যান্ডের হিট গানের তালিকায় ১ নম্বর এবং অ্যামেরিকার তালিকায় সেরা ১০টি গানের ১টি হিসেবে স্থান অধিকার করে৷ এ বছরেই শ্রেষ্ঠ নবাগত শিল্পী হিসেবে গ্র্যামি পুরস্কারে ভূষিত হন টম৷
টম জোনস এর জন্ম ১৯৪০ সালে ব্রিটেনের ওয়েলস-এ৷ আসল নাম টমাস জন উডওয়ার্ড৷ খুব ছোটবেলা থেকেই থেকেই গান গাইতে শুরু করেন তিনি৷ ১৯৬৩ সালে ওয়েলশ বিট সংগীত গোষ্ঠী ‘টমি স্কট অ্যান্ড দ্য সেনেটারস'-এ গায়ক হিসেবে যোগ দেন৷ আর সেই থেকে শুরু হয় তাঁর সংগীত জীবন৷ ৬৪ সালে সংগীত ম্যানেজার গর্ডন মাইলসের দৃষ্টি আকর্ষণ করেন টম৷ গর্ডন তাকে নিয়ে আসেন লন্ডনে৷ এখানে ডেকা রেকর্ড কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হোন তিনি এবং টম জোনস নামে শুরু হয় তাঁর একক শিল্পীর ক্যারিয়ার৷ তারপর থেকেই একের পর এক হিট অ্যালবাম বেরোয় বাজারে৷ একাধিক চলচ্চিত্র ও টিভি সিরিজের আবহ সংগীতে কণ্ঠ দিয়েছেন টম৷ তাঁর মধ্যে জেমস বন্ড ছায়াছবি ‘থান্ডারবল' উল্লেখযোগ্য৷
তাঁর অসংখ্য অ্যালবাম বেরিয়েছে বাজারে৷ বিশ্বব্যাপী ১০ কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে৷ ১৯৯৯ সালে ইংল্যান্ডের নাইট উপাধি, একবার গ্র্যামি, দু'বার ব্রিট সহ আরো বহু পুরস্কারে ভূষিত হয়েছেন স্যার টমাস জন উডওয়ার্ড৷ চৌঠা জুন ইংল্যান্ডের রাণী দ্বিতীয় এলিজাবেথ এর হীরক জয়ন্তী কনসার্টে নতুনসহ বেশকিছু পুরোনো গান পরিবেশন করেন টম জোনস৷ তার মধ্যে ছিল তাঁর চির সবুজ হিট গান ‘ডেলাইলা'৷
প্রতিবেদন: মারুফ আহমদ
সম্পাদনা: সঞ্জীব বর্মন