1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টম জোনস

৭ জুন ২০১২

প্রায় পাঁচ দশকের সংগীত জীবনে পপ, রক, কান্ট্রি ও রিদম অ্যান্ড ব্লুজ গায়ক হিসাবে পেয়ে আসছেন বিশ্ব সাফল্য ও জনপ্রিয়তা৷ ৭ই মে এই সংগীত শিল্পীর ৭২তম জন্মবার্ষিকী৷

https://p.dw.com/p/159tX
zu unserem KORR. Rockpop/Tom Jones/Geburtstag ***File***British singer Tom Jones performs at the Guinness 250th Anniversary Celebration at the Guinness storehouse in Dublin, Ireland, Thursday, Sept. 24, 2009. Jones celebrates on Monday, June 7, 2010 his 70th birthday. (AP Photo/Joel Ryan)--- Der britischer Saenger Tom Jones tritt anlaesslich des 250, Jubilaeums des Unternehmens Guinness im Guinness storehouse in Dublin, Irland, Donnerstag, Sept. 24, 2009, auf. Jones feiert am Montag, 7. Juni, 2010 seinen 70. Geburtstag. (AP Photo/ Joel Ryan)
ছবি: AP

ষাট দশকের মাঝামাঝি সময় থেকেই অন্যতম জনপ্রিয় ব্রিটিশ সংগীত শিল্পী হিসেবে খ্যাতি পেয়েছেন টম জোনস৷ তাঁর প্রাণবন্ত ও উঁচু সুরেলা কণ্ঠে বিভিন্ন আঙ্গিকের বহু গান তিনি উপহার দিয়েছেন তাঁর অসংখ্য মুগ্ধ অনুরাগীদের৷

১৯৬৫ সালে তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘ইটস নট আনইউজুয়াল' তাকে এনে দেয় আন্তর্জাতিক খ্যাতি৷ এই অ্যালবাম ইংল্যান্ডের হিট গানের তালিকায় ১ নম্বর এবং অ্যামেরিকার তালিকায় সেরা ১০টি গানের ১টি হিসেবে স্থান অধিকার করে৷ এ বছরেই শ্রেষ্ঠ নবাগত শিল্পী হিসেবে গ্র্যামি পুরস্কারে ভূষিত হন টম৷

Welsh singer Tom Jones was special guest performing his song "sex bomb" at the German music award "Echo 2000" in Hamburg, northern Germany, late Thursday, March 9, 2000. (AP Photo/Michael Probst) (Photo für Kalenderblatt)
মঞ্চে টম জোনসছবি: AP

টম জোনস এর জন্ম ১৯৪০ সালে ব্রিটেনের ওয়েলস-এ৷ আসল নাম টমাস জন উডওয়ার্ড৷ খুব ছোটবেলা থেকেই থেকেই গান গাইতে শুরু করেন তিনি৷ ১৯৬৩ সালে ওয়েলশ বিট সংগীত গোষ্ঠী ‘টমি স্কট অ্যান্ড দ্য সেনেটারস'-এ গায়ক হিসেবে যোগ দেন৷ আর সেই থেকে শুরু হয় তাঁর সংগীত জীবন৷ ৬৪ সালে সংগীত ম্যানেজার গর্ডন মাইলসের দৃষ্টি আকর্ষণ করেন টম৷ গর্ডন তাকে নিয়ে আসেন লন্ডনে৷ এখানে ডেকা রেকর্ড কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হোন তিনি এবং টম জোনস নামে শুরু হয় তাঁর একক শিল্পীর ক্যারিয়ার৷ তারপর থেকেই একের পর এক হিট অ্যালবাম বেরোয় বাজারে৷ একাধিক চলচ্চিত্র ও টিভি সিরিজের আবহ সংগীতে কণ্ঠ দিয়েছেন টম৷ তাঁর মধ্যে জেমস বন্ড ছায়াছবি ‘থান্ডারবল' উল্লেখযোগ্য৷

তাঁর অসংখ্য অ্যালবাম বেরিয়েছে বাজারে৷ বিশ্বব্যাপী ১০ কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে৷ ১৯৯৯ সালে ইংল্যান্ডের নাইট উপাধি, একবার গ্র্যামি, দু'বার ব্রিট সহ আরো বহু পুরস্কারে ভূষিত হয়েছেন স্যার টমাস জন উডওয়ার্ড৷ চৌঠা জুন ইংল্যান্ডের রাণী দ্বিতীয় এলিজাবেথ এর হীরক জয়ন্তী কনসার্টে নতুনসহ বেশকিছু পুরোনো গান পরিবেশন করেন টম জোনস৷ তার মধ্যে ছিল তাঁর চির সবুজ হিট গান ‘ডেলাইলা'৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য