1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাগরিক অধিকার চান যৌনকর্মীরা

২৪ জানুয়ারি ২০১৭

যৌনকর্মীদের অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠনের নেতা ইভান আহমেদ কথা জাতীয় পরিচয়পত্রে পেশা হিসেবে যৌনকর্মীদের স্থান দেয়ার দাবি জানিয়েছেন৷ এতে যৌনকর্মীদের ক্ষমতা বাড়বে বলে মনে করেন তিনি৷

https://p.dw.com/p/2W966
একজন যৌনকর্মী
ছবি: imago/UIG

ডয়চে ভেলের সঙ্গে সাক্ষাৎকারে ‘সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক’-এর ভাইস প্রেসিডেন্ট ইভান আহমেদ কথা পতিতালয় উচ্ছেদ ও যৌনকর্মীদের প্রতি সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের উদাসীনতা নিয়েও মন্তব্য করেন৷ তিনি বলেন, ‘‘নির্বাচনের সময় প্রার্থীরা যৌনপল্লিতে গিয়ে যৌনকর্মীদের বলেন, আপা আপনাদের আমার ভালো লাগে, আপনারা আমাকে ভোটটা দিয়েন৷’’ কিন্তু নির্বাচন শেষে দেখা যায়, যে প্রার্থী জেতেন তিনি যৌনকর্মীদের দেয়া সব অঙ্গীকার ভুলে যান৷

গত বছর যৌনকর্মীদের অধিকার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক গণশুনানির প্রসঙ্গ উত্থাপন করে আহমেদ কথা বলেন, ‘‘সেই সময় সরকারি কর্মকর্তারা সামনাসামনি হাই, হ্যালো করেছেন ঠিকই৷ কিন্তু আসল কাজের সময় তাঁরা সবকিছু অস্পস্ট রাখেন৷’’

সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক

আহমেদ কথা জানান, ‘সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক’ হচ্ছে যৌনকর্মীদের অধিকার নিয়ে কাজ করা ২৯টি সংগঠনের একটি নেটওয়ার্ক৷ যৌনকর্মীরা কোনো বিপদে পড়লে প্রথম সংগঠনগুলো তা মোকাবিলার চেষ্টা করে৷ সেটা সম্ভব না হলে তখন তাদের সহায়তায় এগিয়ে আসে সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক৷

কথা বলেন, যৌনকর্মীরা যদি পরিচয়পত্রে পেশার জায়গায় ‘যৌনকর্মী’ লিখতে পারেন তাহলে নাগরিক হিসেবে তাঁদের ক্ষমতা বাড়বে৷ ফলে অধিকার আদায়ে আরেকটু শক্তিশালীভাবে দাবি জানানো যাবে বলে মনে করেন তিনি৷

ইভান আহমেদ কথা, যিনি হিজড়াদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘সচেতন শিল্পী সংঘ’-এর প্রেসিডেন্ট, তিনি বলেন, প্রভাবশালী লোকদের অনেকের চোখ রয়েছে পতিতালয়গুলোর উপর৷ তাঁরা সেখান থেকে পতিতাদের সরিয়ে দিয়ে জায়গা দখল করতে চান৷ ‘‘কেউ চান শপিং মল করতে, কেউ চান অ্যাপার্টমেন্ট গড়তে,’’ বলেন কথা৷ সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্কের পক্ষ থেকে এ সব সমস্যার সমাধানের চেষ্টা করা হয় বলে জানান তিনি৷

এছাড়া যৌনকর্মীদের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করা, রাস্তাঘাটে কোনো যৌনকর্মীর সমস্যা হলে তার সাহায্যে এগিয়ে আসা, এই সব সমস্যার সমাধানও সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্কের পক্ষ থেকে করা হয়৷

ইভান আহমেদের সাক্ষাৎকারটি আপনাদের কেমন লাগলো? জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷

ডয়চে ভেলের সাংবাদিক জাহিদুল হক৷
জাহিদুল হক ডয়চে ভেলের সাংবাদিক জাহিদুল হক৷
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য