1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পর্ন ছবির কারিগর শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা!

২২ জুলাই ২০২১

বলিউডের বহু অভিনেত্রীকে পর্ন ছবিতে কাজ করার অফার দিয়েছিলেন রাজ কুন্দ্রা। শিল্পা শেঠির স্বামীর বিরুদ্ধে এমনই অভিযোগ।

https://p.dw.com/p/3xohZ
রাজ কুন্দ্রা
ছবি: Sujit Jaiswal/Getty Images

পর্ন ছবি তৈরির অপরাধে গত সোমবার মুম্বই থেকে গ্রেপ্তার হয়েছেন ব্যবসায়ী রাজ কুন্দ্রা। তিনি আবার বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী। রাজের গ্রেপ্তারের পর একের পর এক বিশিষ্ট ব্যক্তিদের নাম আসছে। যাদের সঙ্গে ছবি দেখা এবং অভিনয় করার জন্য যোগাযোগ করেছিলেন রাজ।

মাসখানেক আগে জনৈক নারী মুম্বই পুলিশের কাছে রাজের বিরুদ্ধে প্রথম অভিযোগ জানান। তিনি জানিয়েছিলেন, বলিউডের পরিচিত নাম রাজ কুন্দ্রা পর্ন ফিল্ম ব্যবসার সঙ্গে জড়িত। পুলিশ তদন্ত শুরু করে একের পর এক প্রমাণ হাতে পায়। দেখা যায়, এক পরিচিত ব্যক্তির সঙ্গে ব্রিটেনের রেজিস্ট্রেশনে ব্যবসা শুরু করেছেন রাজ। যেখানে অ্যাপের মাধ্যমে ছবি দেখা যায়। কয়েক কোটি টাকা সেই অ্যাপে বিনিয়োগ করেছেন রাজ। পুলিশের দাবি, ওই অ্যাপের সমস্ত কনটেন্ট পর্নগ্রাফিক। বিষয়টি নিয়ে নিশ্চিত হয়েই গত সোমবার রাজকে গ্রেপ্তার করা হয়। রাজের গ্রেপ্তারের পর তার অন্য ব্যবসায়িক সঙ্গিকেও গ্রেপ্তার করে পুলিশ।

বলিউডে পরিচিত নাম রাজ কুন্দ্রা। এক সময় আইপিএল বেটিংয়ের সঙ্গেও তার নাম জড়িয়ে গিয়েছিল। নাম জড়িয়েছিল শিল্পারও। এবার রাজ গ্রেপ্তার হওয়ার পরে বলিউড কার্যত দ্বিধাবিভক্ত হয়ে গেছে। রাখি সাওয়ান্ত সহ একাধিক অভিনেত্রী রাজের পাশে দাঁড়িয়েছেন। তাদের দাবি, পর্ন নয়, রাজ যে ছবিতে অর্থ বিনিয়োগ করেছিলেন, তা ইরোটিক বলা চলে। আবার কোনো কোনো মহল থেকে রাজের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি উঠেছে।

তারই মধ্যে একাধিক ব্যক্তির নাম জড়িয়েছে এই মামলায়। ক্রিকেটার রাহানেকে রাজ তার অ্যাপ দেখতে বলেছিলেন বলে জানা গেছে। বলিউডের বহু খ্যাতনামা ব্যক্তিকে অ্যাপ দেখার জন্য রাজ সরাসরি ফোন করেছিলেন বলে জানাচ্ছে পুলিশ সূত্র। গায়ক মিকা সিং-ও তার অ্যাপ দেখেছিলেন।  অন্তত পাঁচজন অভিনেত্রীকে পর্ন ছবিতে অভিনয়ের জন্য অফার দিয়েছিলেন তিনি। অভিনেত্রী পুনিত কউর ইনস্টাগ্রামে লিখেছেন, ভাগ্যিস তিনি রাজের অফার গ্রহণ করেননি। রাজের অফার গ্রহণ করেছিলেন অভিনেত্রী ইশিকা বোহরা। তিনি জানিয়েছেন, লকডাউনের সময় হাতে টাকা ছিল না বলে তিনি কাজটি নিতে বাধ্য হয়েছিলেন। ছবির সেটে কীভাবে তাকে দিয়ে পর্ন দৃশ্যে অভিনয় করতে বাধ্য করা হয়েছিল, তাও জানিয়েছেন ইশিকা।

অভিযোগ, অনামী মডেলদের দিয়ে কম টাকায় ছবি করে তা অ্যামেরিকায় বিক্রি করতেন রাজ। বস্তুত, যত দিন যাচ্ছে, মুম্বই পুলিশের হাতে রাজের বিরুদ্ধে ততই নতুন নতুন তথ্য উঠে আসছে। খুলছে বলিউডের নতুন নতুন কেচ্ছার পরত।

এসজি/জিএইচ (পিটিআই, আনন্দ)