1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিমবঙ্গে বিপর্যস্ত বামফ্রন্ট

১৬ মে ২০০৯

পশ্চিমবঙ্গে লোকসভা ভোটে বিপর্যস্ত বামফ্রন্ট৷ ৪২টি আসনের মধ্যে ২৬টি আসন দখল করতে চলেছে কংগ্রেস - তৃণমূল কংগ্রেস জোট৷

https://p.dw.com/p/HreO
সিপিএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাত (ফাইল ফটো)ছবি: UNI

স্থানীয় সময় বিকেল চারটে পর্যন্ত ঘোষিত ফলাফল অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলী ও দুই ২৪ পরগণায় প্রতিপক্ষ বামফ্রন্টকে পর্যুদস্ত করেছে বিরোধী জোট৷ এই বাম বিরোধী বিপ্লবের নেতৃত্বে অবশ্যই তৃণমূল কংগ্রেস৷ কলকাতা উত্তরে এগিয়ে আছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দক্ষিণে এগিয়ে মমতা স্বয়ং৷ যে কোনও সময় দুটি কেন্দ্রেরই চূড়ান্ত ফল ঘোষণা হয়ে যাবে৷ দমদমে তৃণমূলের সৌগত রায় এগিয়ে গেছেন ১৩ হাজারেরও বেশি ভোটে৷ যাদবপুরে ৩৫ হাজার ভোটে এগিয়ে আছেন কবীর সুমন৷

বারাসতে জিতে গেছেন কাকলী ঘোষ দস্তিদার৷ হুগলিতে জিতেছেন রত্না নাগ৷ হাওড়ায় জিতে গেছেন অম্বিকা বন্দ্যোপাধ্যায়৷ শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ বসিরহাটে জিতেছেন হাজি নুরুল, বনগাঁয় গোবিন্দ নস্কর, উলুবেড়িয়ায় সুলতান আহমেদ৷ তমলুকে জিতেছেন শুভেন্দু অধিকারী৷ কাঁথিতে জিতেছেন শিশির অধিকারী৷ কৃষ্ণনগরে জিতেছেন তাপস পাল, বীরভূমে শতাব্দী রায়৷ মালদহ উত্তরে জিতেছেন কংগ্রেসের মৌসম বেনজির নূর এবং মালদহ দক্ষিণে আবু হাসেম খান চৌধুরি৷ অন্যদিকে দার্জিলিংয়ে জিতে গেছেন বিজেপি-র যশবন্ত সিং৷

বাঁকুড়ায় জিতেছেন সিপিআই-এর বাসুদেব আচারিয়া, আসানসোলে সিপিএম-এর বংশগোপাল চৌধুরি, পুরুলিয়ায় ফরোয়ার্ড ব্লকের নরহরি মাহাতো, মেদিনীপুরে প্রবোধ পাণ্ডা, আলিপুরদুয়ারে মনোহর তিরকে, বর্ধমান পূর্বে অনূপ সাহা৷

পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনে প্রথম দফার ভোটগণনার শেষে যে প্রবণতা ধরা পড়েছে, তাতে দুটি বিষয় স্পষ্ট৷ বামবিরোধী ভোট এক জায়গায় ধরে রাখার প্রশ্নে কংগ্রেস-তৃণমূল জোটের সুফল পাওয়া যাচ্ছে৷ আর তার থেকেও বড় কথা, লোকে এবার ভোট দিয়েছেন কেন্দ্রে স্থিতিশীল সরকার গড়ার দিকে তাকিয়ে৷ সরকারে যোগ না দিয়ে, বাইরে থেকে সমর্থন জোগানোর নামে কার্যত লাগাতার বাগড়া দিয়ে যাওয়া, হঠাৎ সমর্থন তুলে নেওয়া বামদের এবার বর্জন করেছেন ভোটাররা৷

প্রতিবেদক: শীর্ষ বন্দোপাধ্যায়, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই