জো ককার
১৭ মে ২০১২ষাটের দশকের মাঝামাঝি সময় থেকেই জো ককার'এর প্রাণবন্ত ও মন্দ্র সুরেলা কন্ঠ মুগ্ধ করেছে অসংখ্য সংগীত অনুরাগীদের৷ বিশেষ করে ‘দ্য বিটেলস' সহ আরো বহু সংগীত শিল্পীর গান ককার'এর নিজস্ব স্বতন্ত্র ধারায়, রক-ব্লুজ আঙ্গিকে পরিবেশনা পেয়েছে অসাধারণ সাফল্য৷
১৯৬৯ সালে ঐতিহাসিক ‘উডস্টক-ফেস্টিভেল'-এ জো এবং তাঁর সংগীত গোষ্ঠী ‘দ্য গ্রিজ ব্যান্ড' ছিল এক অন্যতম আকর্ষণ৷ একাধিক সংগীত পরিবশনা করে জো কুড়িয়েছিলেন অসাধারণ প্রশংসা৷ তার মধ্যে উল্লেখযোগ্য ‘দ্য বিটেলস' রচিত গান ‘উইথ অ্যা লিটল হেল্প ফ্রম মাই ফ্রেন্ডস'৷ অ্যামেরিকার হিট গানের তালিকায় স্থান অধিকার করে এই গান৷
জো ককার'এর জন্ম ১৯৪৪ সালের ২০শে মে, ইংল্যান্ডের শেফিল্ড শহরে৷ ১২ বছর বয়স থেকেই গান গাইতে শুরু করেন তিনি৷ প্রথম জীবনে রে চার্লস ও লোনি দোনেগান'এর প্রতি তাঁর ছিল গভীর অনুরাগ৷ ১৬ বছর বয়েসে গঠন করেন নিজস্ব সংগীত গোষ্ঠী৷ ৬৩ সালে ‘দ্য রোলিং স্টোন্স'-এর সহযোগী শিল্পী হিসেবে সংগীত পরিবেশনা করে খ্যাতি অর্জন করেন৷ পরের বছর ‘ডেকা রেকর্ড কোম্পানি'-র সাথে চুক্তিবদ্ধ হন জো৷ ১৯৬৬ সালে নতুন করে গঠন করেন ‘দ্য গ্রিজ ব্যান্ড'৷ আর এই গোষ্ঠী নিয়েই সংগীত জগতে শুরু হয় তাঁর সাফল্যের অগ্রযাত্রা৷
জো ককার'এর অসংখ্য অ্যালবাম বেরিয়েছে বাজারে৷ আজও ইউরোপ এবং অ্যামেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট পরিবেশন করে বেড়াচ্ছেন তিনি৷ বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন৷ একাধিক চলচ্চিত্র ও টিভি সিরিজের আবহ সংগীতেও কণ্ঠ দিয়েছেন জো৷ তারমধ্যে উল্লেখযোগ্য, ১৯৮৩ সালের সাড়া জাগানো ছায়াছবি ‘অ্যান অফিসার অ্যান্ড আ জেন্টলম্যান'৷ এই ছবির সংগীতে জেনিফার ওয়ার্নস'এর সঙ্গে কণ্ঠ মিলিয়ে গ্র্যামি পুরস্কারেও ভূষিত হন জো ককার৷
প্রতিবেদন: মারুফ আহমদ
সম্পাদনা: দেবারতি গুহ