1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তান ‘দাগি’দের ফেরত চায়না

আসিম সলিম/এসি১৫ নভেম্বর ২০১৫

‘দাগি' বলতে বোঝায়, যে সব অভিবাসীদের ‘ক্রিমিনাল রেকর্ড' আছে৷ চলতি উদ্বাস্তু সংকটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পাকিস্তানের মতো দেশ থেকে আগত রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠাতে চায়৷ কিন্তু কাদের?

https://p.dw.com/p/1H4fd
Serbien Grenze Mazedonien Flüchtlinge Pakistan
ছবি: Getty Images/M.Cardy

২০১০ সালের একটি চুক্তি অনুযায়ী, ইইউ দেশগুলি পাকিস্তানি নাগরিকদের স্বদেশে ফেরত পাঠাতে পারে৷ পাকিস্তান এই চুক্তি আপাতত স্থগিত রেখেছে এই বলে যে, চুক্তির ‘‘ব্যাপক অপব্যবহার'' করা হচ্ছে৷

স্বরাষ্ট্রমন্ত্রী চৌধরি নিসার আলী খান গত সপ্তাহে বলেন, ইউরোপীয় দেশগুলি প্রায়শই পাকিস্তানি নাগরিকদের ফেরত পাঠায় তাদের ‘সন্ত্রাসবাদী' বলে অভিহিত করে৷ তিনি বলেন, ‘‘পাকিস্তানিরা কোনো পশ্চিমি দেশে বেআইনিভাবে গেলে বিধিমতো পরীক্ষার পর তাদের ফেরত পাঠানো উচিত, অধিকাংশ দেশ যা করে না৷''

প্রতিবছর হাজার হাজার পাকিস্তানি স্থলপথে বা সাগর পার হয়ে, ইরান, তুরস্ক ও গ্রিসের মধ্য দিয়ে ইউরোপে যাবার চেষ্টা করে৷ তাঁদের মধ্যে অনেকে যেমন সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক সংঘাত বা ধর্মীয় অহিষ্ণুতার হাত থেকে পালাচ্ছেন, তেমনই অনেকের লক্ষ্য শুধুমাত্র অর্থনৈতিক উন্নতি৷

অভিবাসীর স্রোত

২০১৪ সালের ডিসেম্বর মাস থেকে ২০১৫ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে প্রায় ৩২ হাজার পাকিস্তানি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন, বলে জানিয়েছে ‘ইউরোস্ট্যাট', ইইউ-এর পরিসংখ্যান দপ্তর৷ এর মধ্যে হাঙ্গেরিতে জমা পড়েছে প্রায় ১৩ হাজার আবেদন, জার্মানিতে পাঁচ হাজার ও ইটালিতে চার হাজার৷ ঠিক তেমনই ছ'হাজারের বেশি পাকিস্তানি ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রিয়া ও গ্রিসে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন বলে জানা গেছে৷

পাকিস্তানি রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের একটি সংখ্যাগরিষ্ঠ অংশ পুরুষ, যাঁদের বয়স ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে৷ তবে ব্যাপারটা কিছু নতুন নয়৷ ‘ইউরোস্ট্যাট'-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০১০ থেকে ২০১৪ সাল প্রতিবছর গড়ে প্রায় ১৪ হাজার পাকিস্তানি বেআইনিভাবে ইউরোপীয় ইউনিয়নে এসেছেন৷ সব মিলিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদন জমা পড়েছে ৬৮ হাজারের বেশি, কিন্তু তাদের ৮২ শতাংশ খারিজ হয়েছে৷ আবেদন খারিজ হলে ব্যর্থ আবেদনকারীদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দেশে ফেরার কথা৷ কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, মাত্র ৪০ শতাংশ বস্তুত দেশে ফিরেছেন৷

মানুষ পাচার

পাকিস্তানি কর্তৃপক্ষ পাকিস্তান থেকে ইউরোপ অভিমুখে মানুষ পাচারের বিরুদ্ধে যথাসাধ্য করার চেষ্টা করছেন, তবে আন্তর্জাতিক মানুষ পাচার চক্রগুলিকে বিরত করার জন্য তা পর্যাপ্ত কিনা, সে-বিষয়ে বিশেষজ্ঞদের সন্দেহ আছে৷ পাকিস্তানের ফেডারাল ইনভেস্টিগেশন এজেন্সি-র পরিচালক ইনাম গনি ডিডাব্লিউ-কে বলেন যে, ২০১৩ থেকে ২০১৪ সালের মধ্যে ১,১৮৫ জন মানুষ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে – ২০১৫ সালে এ যাবৎ গ্রেপ্তার করা হয়েছে প্রায় ৮০০ জনকে৷ এমনকি সরকার এই কাজে বিভিন্ন নিরাপত্তা বিভাগ মিলিয়ে একটি বিশেষ ‘টাস্ক ফোর্স' সৃষ্টি করেছেন, বলে ঘানি জানান৷ কিন্তু তাঁর মত হলো যে, ইউরোপের তাদের রাজনৈতিক আশ্রয়প্রদানের পদ্ধতি পুনর্বিবেচনা করা উচিত৷

‘‘অতীতে ইউরোপে শুধু রাজনৈতিক আশ্রয় নয়, আবাস ও আর্থিক সাহায্য পাওয়াও অপেক্ষাকৃত সহজ ছিল৷ বেআইনি অভিবাসীদের কোনো ধরনের সুযোগসুবিধা বা রাজনৈতিক আশ্রয় প্রার্থনার সুযোগ না দিয়ে, তাদের অবিলম্বে বহিষ্কার করা উচিত, বলে আমি মনে করি'', বলেন ইনাম গনি৷

পাকিস্তানের জায়গায় বাংলাদেস হলে কী করতো? ফেরত নিত ‘দাগি' অভিবাসীদের? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য