পুকুর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলাবারুদ উদ্ধার
২৩ নভেম্বর ২০১৯জার্মানির পূর্বাঞ্চলের থুরিঙ্গিয়া রাজ্যের ভেলফিস গ্রামের কাছের একটি পুকুরে শক্তিশালী চুম্বক ব্যবহার করে শনিবার এসব গোলাবারুদ আবিষ্কার করে পুলিশকে খবর দেয় শিশুরা৷
গোথা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত এলাকাটি ঘিরে অভিযান চালায় পুলিশ৷ এতে কেউ আহত হয়নি৷
এক বিবৃতিতে পুলিশ এমন ‘অস্বাভাবিক' কোনো কিছু না করতে সবাইকে সতর্ক করেছে৷
দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলাবারুদ বা বোমা বলে মনে হয় এমন বস্তুগুলোর কাছাকাছি চলে এলে সেই স্থান থেকে দুরে গিয়ে বিষয়টি সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানিয়েছে পুলিশ৷ কারণ, এসব বস্তু অনেক সময় বিপদের কারণ হতে পারে৷
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ায় প্রায় ৭৫ বছর পরও জার্মানিতে বোমা এবং অন্যান্য অব্যবহৃত বস্তু উদ্ধারের ঘটনা ঘটছে৷ দেশটির আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যুদ্ধের নানান চিহ্ন৷
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিক্ষিপ্ত হলেও অবিস্ফোরিত পাঁচশ কেজি ওজনের একটি বোমা গত জুলাই মাসে জার্মানির ফ্রাঙ্কফুর্টে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সদর দপ্তরের কাছে পাওয়া যায়৷
রেবেকা স্টাডেনমায়ার/এসআই