পুরুষ সঙ্গীকে বিয়ে করলেন ভেস্টারভেলে
১৮ সেপ্টেম্বর ২০১০প্রায় ৮ বছর আগে উদারপন্থী এফডিপি দলের নেতা ভেস্টারভেলে খোলাখুলিভাবে স্বীকার করেন, যে তিনি সমকামী৷ ২০০৪ সালে তিনি সঙ্গী হিসেবে মিশায়েল ম্রনৎসকে জনসমক্ষে পেশ করেন, তাও আবার আঙ্গেলা ম্যার্কেল'এর ৫০তম জন্মদিনের অনুষ্ঠানে৷ তখনও তিনি চ্যান্সেলর হন নি৷ তারপর শুক্রবার ভেস্টারভেলে ও ম্রনৎস বিবাহবন্ধনে আবদ্ধ হলেন৷ শুধু সামান্য কয়েকজন আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ এমনকি এফডিপি দলের অনেকেই জানতেন না এই বিয়ের কথা৷ ভেস্টারভেলে গোটা বিষয়টিকে ব্যক্তিগত জীবনের অংশ হিসেবে দেখে এসেছেন৷ মন্ত্রী বা রাজনীতিক হিসেবে তাঁর ভূমিকা থেকে ব্যক্তিগত জীবনকে সম্পূর্ণ আলাদা রাখতে চান তিনি৷
সমাজ এখনো সমকামী সম্পর্কের বিষয়ে আড়ষ্ট৷ জার্মানির মতো দেশে এই সম্পর্ক আইনি স্বীকৃতি পেলেও একে ঘিরে অস্বস্তি এখনো পুরোপুরি কাটে নি৷ ভেস্টারভেলে কিন্তু ধীরে ধীরে বিষয়টিকে যতটা সম্ভব স্বাভাবিক করে আনার চেষ্টা করে আসছেন৷ ২০০৯ সালের নির্বাচনে এফডিপি'র বিশাল সাফল্যের পর উৎসব অনুষ্ঠানে তিনি সঙ্গী মিশায়েলকে পাশে রেখেছিলেন৷ সম্পর্কের উষ্ণতাও বার বার প্রকাশ পাচ্ছিল৷ জার্মানির মধ্যে তো বটেই, এমনকি অনেক বিদেশ সফরেও সঙ্গী হিসেবে মিশায়েলকে নিয়ে গেছেন৷ তবে যেসব দেশে সমকামী সম্পর্ক নিয়ে বেশি সমস্যা রয়েছে, সেখানে মিশায়েলকে সঙ্গে করে নিয়ে যান না ভেস্টারভেলে৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই