1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুরুষ সঙ্গীকে বিয়ে করলেন ভেস্টারভেলে

১৮ সেপ্টেম্বর ২০১০

বহুদিন ধরে একসঙ্গে ঘর করার পর সঙ্গী মিশায়েল ম্রনৎসকে বিয়ে করলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ও ভাইস-চ্যান্সেলর গিডো ভেস্টারভেলে৷ শুক্রবার বন শহরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁরা জীবনসঙ্গী হলেন৷

https://p.dw.com/p/PFJj
সুখী দম্পতি – ভেস্টারভেলে ও ম্রনৎসছবি: AP

প্রায় ৮ বছর আগে উদারপন্থী এফডিপি দলের নেতা ভেস্টারভেলে খোলাখুলিভাবে স্বীকার করেন, যে তিনি সমকামী৷ ২০০৪ সালে তিনি সঙ্গী হিসেবে মিশায়েল ম্রনৎসকে জনসমক্ষে পেশ করেন, তাও আবার আঙ্গেলা ম্যার্কেল'এর ৫০তম জন্মদিনের অনুষ্ঠানে৷ তখনও তিনি চ্যান্সেলর হন নি৷ তারপর শুক্রবার ভেস্টারভেলে ও ম্রনৎস বিবাহবন্ধনে আবদ্ধ হলেন৷ শুধু সামান্য কয়েকজন আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ এমনকি এফডিপি দলের অনেকেই জানতেন না এই বিয়ের কথা৷ ভেস্টারভেলে গোটা বিষয়টিকে ব্যক্তিগত জীবনের অংশ হিসেবে দেখে এসেছেন৷ মন্ত্রী বা রাজনীতিক হিসেবে তাঁর ভূমিকা থেকে ব্যক্তিগত জীবনকে সম্পূর্ণ আলাদা রাখতে চান তিনি৷

Deutschland Bundestagswahlen 2009 FDP Feier Guido Westerwelle Flash-Galerie
নির্বাচনে জয়ের পর সঙ্গীর সঙ্গে ভেস্টারভেলেছবি: AP

সমাজ এখনো সমকামী সম্পর্কের বিষয়ে আড়ষ্ট৷ জার্মানির মতো দেশে এই সম্পর্ক আইনি স্বীকৃতি পেলেও একে ঘিরে অস্বস্তি এখনো পুরোপুরি কাটে নি৷ ভেস্টারভেলে কিন্তু ধীরে ধীরে বিষয়টিকে যতটা সম্ভব স্বাভাবিক করে আনার চেষ্টা করে আসছেন৷ ২০০৯ সালের নির্বাচনে এফডিপি'র বিশাল সাফল্যের পর উৎসব অনুষ্ঠানে তিনি সঙ্গী মিশায়েলকে পাশে রেখেছিলেন৷ সম্পর্কের উষ্ণতাও বার বার প্রকাশ পাচ্ছিল৷ জার্মানির মধ্যে তো বটেই, এমনকি অনেক বিদেশ সফরেও সঙ্গী হিসেবে মিশায়েলকে নিয়ে গেছেন৷ তবে যেসব দেশে সমকামী সম্পর্ক নিয়ে বেশি সমস্যা রয়েছে, সেখানে মিশায়েলকে সঙ্গে করে নিয়ে যান না ভেস্টারভেলে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই