পৃথিবী জ্বলছে...
তাপদাহ তীব্র হচ্ছে, বিশ্বজুড়ে লাখ লাখ হেক্টর বন পুড়ে ছাই হয়ে যাচ্ছে৷ এই মুহূর্তে বিশ্বের নানা দেশে জ্বলতে থাকা আগুনের কয়েকটি চিত্র দেখুন ছবিঘরে৷
রাশিয়া: স্বস্তির অবকাশ নেই
রাশিয়ার বেশ কিছু এলাকায় কয়েক সপ্তাহ ধরে আগুন জ্বলছে৷ উত্তর-পূর্বের ইয়াকুতিয়া ও এর আশেপাশের এলাকা সবচেয়ে ক্ষতির মধ্য দিয়ে যাচ্ছে৷ কর্তৃপক্ষের হিসাবমতে, রাশিয়া জুড়ে ২৫০-এরও বেশি স্থানে দাবানল ছড়িয়েছে, জ্বলছে ৮৬ লাখ একর বনভূমি৷
কুয়াশা? না, ছাই!
কেবল আগুনই যে স্থানীয়দের সংকটে পরিণত হয়েছে, এমন নয়৷ ঘন ধোঁয়া এবং ছাই ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাতে ছড়িয়ে পড়ছে৷ ছবিতে দেখা যাচ্ছে সাইবেরিয়ান শহর ক্রাসনোয়ার্স্ক৷ শিশু ও বয়স্কদের জন্য বাড়ির বাইরে শ্বাস নেয়াও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে৷
গ্রিস: নিজভূমে উদ্বাস্তু
গ্রিসের দ্বীপ ইউবোয়ার পেফকি বন্দরে ফেরি দাঁড়িয়ে আছে৷ কিছুক্ষণের মধ্যেই অপর পাশের মূল ভূখণ্ডে অজানার উদ্দেশে পাড়ি জমাবেন বাসিন্দারা৷ যখন ফিরে আসবেন, মোটামুটি নিশ্চিত, তাদের বাড়িঘর কিছুই থাকবে না৷ দমকলের অগ্নিনির্বাপক বিমান আগুনের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে৷ তবে তাতে কাজ হচ্ছে না৷
বেপরোয়া প্রচেষ্টা
সবাই কিন্তু পালিয়ে যাচ্ছেন না৷ অনেকেই নিজেদের বাড়িঘর রক্ষায় দমকলের পাশে দাঁড়িয়ে লড়াইয়ের চেষ্টা করছেন৷ কিন্তু কখনো কখনো এই চেষ্টা সহায়তার বদলে আরো বিপত্তি তৈরি করছে৷ যেমন, ছবির এই ব্যক্তি গাছের ডাল নিয়ে আগুন থামানোর চেষ্টা করছেন৷ নিজেদের বিপদের মুখে ঠেলে কর্তৃপক্ষের জন্য আরো বিপদ তৈরি করছেন অনেকে৷
তুরস্ক: হুমকিতে আবাসিক এলাকা
গ্রিস এবং ইটালির পাশাপাশি তুরস্কও আগুনের সঙ্গে লড়াই করছে৷ আগুনের লেলিহান শিখা বন থেকে আবাসিক এলাকাতেও থাবা বসাচ্ছে৷ ছবিতে দেথা যাচ্ছে একটি ভবনকে আগুন থেকে বাঁচাতে লড়াই করছেন দমকলকর্মীরা৷ তুরস্কে দাবানলে দেড় লাখ হেক্টরেরও বেশি এলাকা জুড়ে আগুন ছড়িয়েছে৷ দাবানল গ্রাস করেছে আস্ত গ্রামকেও৷
মার্কিন যুক্তরাষ্ট্র: ডিক্সি ফায়ার
অ্যামেরিকার পশ্চিম উপকূলে ক্যালিফোর্নিয়ায় ৫,৭০০টি আগুন জ্বলছে৷ দাবানলের মৌসুম এখনও শুরুই হয়নি৷ রাজ্যটির ইতিহাসে এই ডিক্সি ফায়ার দ্বিতীয় বৃহত্তম৷ গ্রিনভিল নামের একটি শহর এই আগুনে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে৷ ছবিতে এক দমকলকর্মীকে আগুনের দিকে সতর্ক দৃষ্টি রাখতে দেখা যাচ্ছে৷
মরার ওপর খাঁড়ার ঘা
দাবানল তো আছেই, পাশাপাশি সান্তা বারবারা পাহাড়ে তোলা এই ছবির মতো হঠাৎ করেই ছাই ও জ্বলন্ত কয়লার ঘূর্ণি পরিস্থিতি আরো সংকটময় করে তুলছে৷ দাবানলের ফলে আবহাওয়া নিজের মতো করে কিছুক্ষণ পরপরই পালটে যাচ্ছে৷ আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে স্থানীয় গভর্নররা এখন ওয়াশিংটনের সহায়তার আশা করছেন৷ আরো অনেক কর্মী ও অগ্নিনির্বাপক বিমান প্রয়োজন৷