1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পৃথিবী রক্ষায় নাসার যুগান্তকারী সাফল্য

১২ অক্টোবর ২০২২

মহাকাশ থেকে গ্রহাণু ছুটে এলে কী করতে হবে? গ্রহাণুর আঘাত থেকে কিভাবে রক্ষা করা যাবে এই গ্রহকে? একটি গ্রহাণুকে ধাক্কা দিয়ে সরিয়ে তার উত্তর পেয়ে গেছে নাসা৷

https://p.dw.com/p/4I5Nu
Astronomie Der Double Asteroid Redirection Test (DART)
ছবি: NASA/Johns Hopkins APL via CNP/Consolidated News Photos/picture alliance

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনস্ট্রেশন (নাসা) গত ২৬ সেপ্টেম্বর ডিমরফোস নামের একটি গ্রহাণুকে ধাক্কা দিতে মহাকাশে একটি মহকাশযান পাঠিয়েছিল৷ ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট, সংক্ষেপে ডার্ট নামের মহাকাশযানটি প্রচণ্ড বেগে ছুটে গিয়ে ডিমরফোসে আঘাত করে৷  সেই আঘাতের ধাক্কায় ডিমরফোসে গর্ত সৃষ্টি হয়, ধূলা ছড়িয়ে পড়ে, দেখা দেয় আলোর ঝলকানি৷

সেই থেকে একটি বিষয়ই নিশ্চিত করার অপেক্ষায় ছিল নাসা৷ তারা দেখতে চেয়েছিল দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী সত্যি গ্রহাণুকে তার কক্ষপথ থেকে সরানো সম্ভব হয়েছে কিনা৷

মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে নাসার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান বিল নেলসন জানান, ১৬০ মিটার (৫২৫ ফুট) ব্যাসের গ্রহাণুকে কক্ষপথ থেকে অনেকখানি সরিয়ে দিয়েছে ডার্ট৷ এই সাফল্যকে ‘অভূতপূর্ব' হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ‘‘ মহাকাশ আমাদের দিকে যা-ই ছুঁড়ে দিক এখন আমরা তা থেকে নিজেদের বাঁচাতে প্রস্তুত৷''

আগে কখনো কোনো গ্রহাণুকে এভাবে সরিয়ে দেয়ার চেষ্টা হয়নি৷ ফলে নাসার এ সাফল্য মহাকাশ গবেষণার ইতিহাসে অনন্য৷

এ সাফল্য অবশ্য একদিনে আসেনি৷ সাত বছর আগে এই লক্ষ্যে কাজ শুরু করেছিলেন নাসার বিজ্ঞানীরা৷ ৩৩০ মিলিয়ন ডলারের সেই প্রকল্প অবশেষে গত ২৬ সেপ্টেম্বরের অভিযানে যুগান্তকারী সাফল্যের দেখা পেলো৷ 

ডিমরফোস নামের গ্রহাণুটি আরেকটি বড় গ্রহাণুকে ১১ ঘণ্টা ৫৫ মিনিটে প্রদক্ষিণ করছিল। নাসার বিজ্ঞানীরা চেয়েছিলেন ধাক্কা দিয়ে সরিয়ে প্রদক্ষিণের সময় ১০ মিনিট কমাতে৷ মঙ্গলবার নেলসন জানান ১০ মিনিট নয়, সময় ৩২ মিনিট কমানো সম্ভব হয়েছে, ‘‘ ডার্ট ১১ ঘণ্টা ৫৫ মিনিটের কক্ষপথকে কমিয়ে ১১ ঘণ্টা ২৩ মিনিটের করে দিয়েছে৷''

এসিবি/ কেএম (এপি, এএফপি, রয়টার্স)