1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রচারের শেষ সপ্তাহে মরিয়া ট্রাম্প-বাইডেন

২৬ অক্টোবর ২০২০

তেসরা নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প ও বাইডেন ভোটারদের মন জয় করতে উঠেপড়ে লেগেছেন৷ করোনা ভাইরাসের তাণ্ডব সত্ত্বেও রেকর্ড সংখ্যক ভোটদানের পূর্বাভাষ পাওয়া যাচ্ছে৷

https://p.dw.com/p/3kQta

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মোটামুটি এক সপ্তাহ বাকি৷ ৩রা নভেম্বরের আগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তাঁর প্রতিদ্বন্দ্বী জো বাইডেন সোমবার থেকে আরও জোরালো প্রচার শুরু করছেন৷ এরই মধ্যে ডাকযোগে বিপুল সংখ্যক ভোট পড়লেও বিশেষ করে মনস্থির করে উঠতে পারেন নি, এমন ভোটারদের মন জয় করতে জোরালো চেষ্টা করছেন দুই প্রার্থী৷ ডাকযোগে ভোটের প্রবণতা সার্বিক ভোটদানের উপর দেখা গেলে গত একশো বছরে সবচেয়ে বেশি মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে পূর্বাভাষ দিচ্ছেন বিশেষজ্ঞরা৷

যে সব রাজ্যে সাফল্যের উপর নির্বাচনে জয় নির্ভর করবে, সেগুলিকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প৷ সোমবার তিনি পেনসিলভেনিয়া রাজ্যে প্রচার চালাবেন৷ চলতি সপ্তাহে মিশিগান, উইসকনসিন, নেব্রাস্কা, অ্যারিজোনা ও নেভাদা রাজ্যও সফর করবেন৷ অন্যদিকে বাইডেন ডেলাওয়্যার রাজ্যে নিজের ঘাঁটি আগলে সেখান থেকেই প্রচারে মনোযোগ দিচ্ছেন৷ মঙ্গলবার অবশ্য তিনি জর্জিয়ায় প্রচার চালাবেন৷ দক্ষিণের রক্ষণশীল রাজ্যগুলিতে সমর্থন আদায় করতে তিনি বিশেষ উদ্যোগ নিচ্ছেন৷ জনমত সমীক্ষায় দেশজুড়ে এগিয়ে থাকলেও ফ্লোরিডা ও পেনসিলভ্যানিয়ার মতো ‘সুইং স্টেট’-কেও তিনি অবহেলা করছেন না৷ মঙ্গলবার তিনি অরল্যান্ডো শহরে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এক জনসভায় ভাষণ দেবেন৷

এদিকে বিশ্বের অন্য অনেক প্রান্তের মতো অ্যামেরিকায়ও করোনা ভাইরাস মহামারি মারাত্মক আকার ধারণ করছে৷ প্রায় প্রতিদিনই সংক্রমণের রেকর্ড ভেঙে অনেক মানুষ আক্রান্ত হচ্ছেন৷ শনিবার প্রায় ৯০ হাজার মানুষ সংক্রমণের শিকার হয়েছেন৷ এখন পর্যন্ত প্রায় দুই লাখ ২৫ হাজার মানুষ করোনা ভাইরাসের কারণে মারা গেছেন৷ দপ্তরের একাধিক ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়া সত্ত্বেও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন৷ হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ মার্ক মেডোস রোববার বলেন, ট্রাম্প প্রশাসন মহামারি নিয়ন্ত্রণ করবে না৷ তার বদলে টিকা ও ওষুধের উপর বেশি জোর দেওয়া হচ্ছে৷

ট্রাম্প ভাইরাস মোকাবিলায় অগ্রগতির দাবি করলেও ডোমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন তাঁর বিরুদ্ধে করোনার কাছে আত্মসমর্পণের অভিযোগ করেছেন৷ তিনি বলেন, ট্রাম্প শিবির অ্যামেরিকার মানুষের সুরক্ষার মৌলিক দায়িত্বও ত্যাগ করেছে৷ বাইডেন এ প্রসঙ্গে মেডোস-এর মন্তব্যের উল্লেখ করেন৷ তাঁর মতে, ট্রাম্প প্রশাসন শুরু থেকেই হাল ছেড়ে দিয়ে এই বিপদ উপেক্ষা করে এসেছে৷ তাদের আশা ছিল, করোনা ভাইরাস নিজে থেকে চলে যাবে৷ অথচ বাস্তবে তেমনটা ঘটে নি৷ ক্ষমতায় এলে বাইডেন দেশের সব মানুষের জন্য বিনামূল্যে করোনা ভাইরাসের টিকার ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছেন৷

ট্রাম্প শিবির বাইডেনকে অশীতিপর হিসেবে তুলে ধরে তাঁর শারীরিক দুর্বলতার একটা চিত্র তুলে ধরছে৷ ৭৭ বছর বয়সি বাইডেন প্রচারের ধকল সহ্য করতে না পেরে গত বৃহস্পতিবারের বিতর্কের আগে পাঁচ দিন বিরতি নিয়েছিলেন বলে ট্রাম্প টিম দাবি করছে৷

এসবি/কেএম (রয়টার্স, এএফপি)