1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পর্তুগাল পাঁচ নম্বরে

৩০ নভেম্বর ২০১৩

গত বৃহস্পতিবার ফিফা তার সর্বাধুনিক ব়্যাংকিং প্রকাশ করে৷ এ পর্তুগাল পাঁচ নম্বরে৷ তার মূল কারণ হলো সুইডেনের বিরুদ্ধে পর্তুগালের দু’টি প্লে-অফে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মোট চারটি গোল৷

https://p.dw.com/p/1AQXz
epa02241623 Official emblem for the Road to Brazil 2014 Soccer World Cup projected at the Sandton Convention Centre in Johannesburg, South Africa, 08 July 2010. EPA/SRDJAN SUKI Verwendung nur in Deutschland, usage Germany only
ছবি: picture-alliance/dpa

৬ ডিসেম্বর বিশ্বকাপের ড্র হবে অক্টোবরের ব়্যাংকিং-এর ভিত্তিতে৷ ফিফা বিশ্বকাপের সিডিং বা বাছাই ঠিক করে রেখেছে অক্টোবরের ব়্যাংকিং-এর ভিত্তিতে, যা-তে প্লে-অফ দলগুলি কোনো অন্যায় সুবিধা না পায়৷ কাজেই আগামী ৬ ডিসেম্বর বিশ্বকাপের ড্র-র উপর ফিফার নতুন ব়্যাংকিং'এর কোনো প্রভাব পড়বে না৷

তবুও, বিশ্বকাপের বছর যখন সামনে, তখন এই মুহূর্তে কোন দেশ ঠিক কোনখানে, সেটা জানতে ইচ্ছে করে বৈকি৷ স্পেন পূর্বাপর তালিকার শীর্ষে – এবং সেটা সাম্প্রতিক ফ্রেন্ডলিতে দক্ষিণ আফ্রিকার কাছে হারা সত্ত্বেও৷ দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে জার্মানি, আর্জেন্টিনা এবং কলম্বিয়া৷ ষষ্ঠ স্থানে উরুগুয়ে৷ সপ্তম ইটালি৷ অষ্টম স্থানে সুইজারল্যান্ড, যারা এক মাস আগেও অষ্টম স্থানে ছিল৷ নবম স্থানে নেদারল্যান্ডস৷ দশম স্থানে ব্রাজিল৷

MADRID, SPAIN - SEPTEMBER 01: Cristiano Ronaldo of Real Madrid reacts during the La Liga match between Real Madrid CF and Athletic Club Bilbao at estadio Santiago Bernabeu on September 1, 2013 in Madrid, Spain. (Photo by Denis Doyle/Getty Images)
ছবি: Getty Images

বেলজিয়াম ছয় ঘর পিছিয়ে এগারো নম্বরে – যদিও এক মাস আগের স্ট্যাটাসের কারণে তারা, সুইজারল্যান্ডের মতোই, বিশ্বকাপের প্রথম আটজন ‘সিড'-এর মধ্যে পড়েছে৷ নয়া ফিফা ব়্যাংকিং-এ মার্কিন যুক্তরাষ্ট্র ১৩ থেকে ১৪ নম্বরে নেমেছে৷ মেক্সিকো প্লে-অফে নিউজিল্যান্ডকে নস্যাৎ করার পর আরো চারঘর উঠে বিশ নম্বরে দাঁড়িয়েছে৷

আফ্রিকার দেশগুলির মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে আইভরি কোস্ট: তাদের ব়্যাংকিং হলো ১৭৷ এশিয়ান কনফেডারেশনের দলগুলির মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে ইরান: তারা চার ঘর উঠে এখন ৪৫-এ৷ সে তুলনায় বহুদিন ধরে এশীয় তালিকার শীর্ষে থাকা জাপান চার ঘর নেমে ৪৮-এ৷ ৫৮ নম্বর অস্ট্রেলিয়া হবে আগামী সপ্তাহে বিশ্বকাপের ড্র-তে ফিফা ব়্যাংকিং-এ নিম্নতম দেশ৷

এসি/ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য