ফ্রান্সে ভয়াবহ দুর্ঘটনায় মৃত দুই
২ ডিসেম্বর ২০২৪৪৬ জন যাত্রী নিয়ে ফ্রান্সের দক্ষিণে যাচ্ছিল বাসটি। পোর্তে পিউওমাসের কাছে একটি স্কি রিসর্টে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরেছেন। ঘটনায় দুই জনের মৃত্যু হয়। আহত বহু। তাদের স্থানীয়হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনাস্থলে চারটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়েছে। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
বাসে যারা ছিলেন, তারা সকলেই স্কি রিসর্টে যাচ্ছিলেন। আবহাওয়ার কারণে দুর্ঘটনা যেখানে ঘটেছে সেখানে অন্য গাড়ি পৌঁছাতে পারছে না। সে কারণে উদ্ধারকাজে সময় লাগছে। প্রায় ১২০ জন উদ্ধারকারী ঘটনাস্থলে আছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। ঘটনাস্থলে টানা বরফপাত হচ্ছে।
পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু করা হয়েছে। মনে করা হচ্ছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ক্লিফে ঢুকে যায়। তার ফলেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।
এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)