প্রকাশককে গুলি করে হত্যা
১১ জুন ২০১৮ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আসাদুজ্জামান জানান জানান, সোমবার বিকেলে উপজেলার কাকালদী এলাকায় এ ঘটনা ঘটে৷ দু'টি মোটরসাইকেলে করে চার দুর্বৃত্ত গুলি করলে ঘটনাস্থলেই শাহজাহান বাচ্চুর মৃত্যু হয়৷ পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷
সোমবার রাতে বাচ্চুর মেয়ে দুর্বা জাহান প্রথমে ফেইসবুকে লিখে খবরটি জানান৷ ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘‘আমার বাবা শাহজাহান বাচ্চু আজকে মরে গেছে৷ আামাদের গ্রামে৷ বাবাকে কারা যেন দুইটা গুলি করে মেরে ফেলেছে৷''
দুর্বার এক বন্ধু ওই পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন, ‘‘উনি দোকানে বসেছিলেন৷ মোটরসাইকেলে করে দু'জন এসে গুলি করে পালিয়ে যায়৷''
এদিকে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সাবেক সভাপতি মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘বাংলাবাজারের প্রকাশনা সংস্থা বিশাখা প্রকাশনী নিয়মিতভাবে কবিতার বই বের করতো৷ প্রকাশনীটি নির্মলেন্দু গুণ, মহাদেব সাহার মতো প্রখ্যাত কবিদের কাব্যগ্রন্থ বের করতো৷ প্রকাশক হিসেবে সজ্জন ছিলেন বাচ্চু৷''
এসিবি/ডিজি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)