1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে ফাইজারের টিকা দেওয়া শুরু

২১ জুন ২০২১

বাংলাদেশে কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজার-বায়োনটেকের টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে৷ প্রথমদিন ৩৬০জনকে টিকাদান৷

https://p.dw.com/p/3vGZj
ছবি: Douglas R. Clifford/Tampa Bay Times/ZUMA/picture alliance

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী, প্রথম দিন সোমবার ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩৬০ জনকে এই টিকা দেওয়া হচ্ছে৷

টিকাগ্রহীতাদের ৭ থেকে ১০ দিন পর্যবেক্ষণ শেষে অন্যদের এই টিকা দেওয়ার কর্মসূচি শুরুর পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের৷ করোনাভাইরাস প্রতিরোধে তৃতীয় টিকা হিসেবে ফাইজার ব্যবহার করা হচ্ছে৷

সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রথম ফাইজারের টিকা নেন মালিবাগের বাসিন্দা রাহাত চৌধুরী৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাহাত চৌধুরী জানান, প্রথমে টিকা নেওয়ার আগ্রহ না থাকায় নিবন্ধন না করলেও পরে পরিবারের চাপে এপ্রিলে টিকাদান বন্ধ হওয়ার দুইদিন আগে নিবন্ধন করেছেন৷

তিনি বলেন, ‘‘গতকাল ফাইজারের টিকা নেওয়ার জন্য এসএমএস আসে৷ আজ সবার আগে টিকা নিয়েছি এজন্য আরও ভালো লাগছে৷ ইঞ্জেকশন পুশ করার সময় যে ব্যাথা লাগে তাও হয়নি৷ সবাইকে বলতে চাই টিকা নেওয়া উচিত৷’’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসা জিগাতলার বাসিন্দা হারুনুর রশিদ জানান, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নিতে গত মার্চে নিবন্ধন করলেও পরে কোভিডে আক্রান্ত হওয়ায় টিকা নিতে পারেননি৷ সেরে ওঠার পর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাদান বন্ধ হয়ে যায়৷

তিনি বলেন, ‘‘ফাইজারের টিকার জন্য এসএমএস আসে মোবাইলে৷ আজ টিকা নিলাম, অস্বাভাবিক কোনো কিছু অনুভব করছি না৷’’ 

বেলা সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকাদান কার্যক্রম পরিদর্শনে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ৷ তিনি জানান, পরীক্ষামূলকভাবে টিকা দেওয়ার পর পর্যবেক্ষণ করা হবে৷

ডা. ফ্লোরা বলেন, ‘‘ফাইজারের টিকা দেওয়ার ক্ষেত্রে তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ৷ এছাড়া টিকার মিশ্রণ ঠিকমতো করাও বড় ব্যাপার৷ এ কারণে এই টিকা দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হচ্ছে৷ টিকা দেওয়ার জন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ যেহেতু এই টিকা আমরা প্রথম দিচ্ছি সে কারণে যেসব হাসপাতালে আইসিইউ আছে, স্পেশাল কেয়ার নেওয়ার ব্যবস্থা আছে সেগুলোকে কেন্দ্র হিসেবে নির্বাচন করেছি৷’’

তিনি জানান, এখন পর্যন্ত ফাইজারের টিকার জন্য কোনো অগ্রাধিকার তালিকা তৈরি করা হয়নি ৷ তবে বিদেশগামীদের ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করা হতে পারে৷’’ 

‘‘আমাদের শ্রমিকদের কোনো কোনো দেশে ফাইজার বা অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার কথা বলে দেওয়া হচ্ছে ৷ তাদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি আমাদের চিন্তার মধ্যে আছে৷’’  

বাংলাদেশে তৃতীয় টিকার চালান হিসেবে টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে পাওয়া মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি এক লাখ ৬২০ ডোজের চালান এসে পৌঁছায় গত ৩১ মে৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান