বাংলাদেশ ক্রিকেট দলে পরিবর্তনের হাওয়া
২৮ মার্চ ২০১১অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামী মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য সিরিজের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি৷ সিরিজে ৩টি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া৷
নতুন স্কোয়াডে অধিনায়ক ও সহ-অধিনায়ক হিসেবে বহাল রয়েছেন সাকিব আল-হাসান এবং তামিম ইকবাল৷ দলে ফিরেছেন মাশরাফি বিন মর্তুজা ও অলক কাপালী৷ হাঁটুর চোটের কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়লেও আবারও ফিরেছেন মাশরাফি৷ তিনি শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন ২০১০ সালের ১২ ডিসেম্বর৷ সেটি ছিল জিম্বাবুয়ের বিপক্ষে৷ অন্যদিকে, ২০০৮ সালের ৬ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষেই নিজের শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন কাপালী৷
নতুন স্কোয়াড থেকে বাদ পড়েছেন মোহাম্মদ আশরাফুল, জুনায়েদ সিদ্দিক, নাঈম ইসলাম ও নাজমুল হোসেন৷ দলে নতুন মুখ শুভগত হোম৷ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সিরিজের প্রস্তুতি ক্যাম্প৷ আগামী ৪ এপ্রিল অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের ঢাকায় আসার কথা রয়েছে৷
৭ এপ্রিল অংশ নেবে একমাত্র প্রস্তুতি ম্যাচে৷ খেলাটি অনুষ্ঠিত হবে ফতুল্লার খান সাহেব উসমান আলী স্টেডিয়ামে৷ ৯, ১১ ও ১৩ এপ্রিল মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি একদিনের ম্যাচ৷
দলে থাকা অন্যান্যরা হলেন ইমরুল কায়েস, রকিবুল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, সোহরাওয়ার্দী শুভ ও শাহরিয়ার নাফীস৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: জাহিদুল হক