1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ নিয়ে কুম্বলের মন্তব্যে পাঠকদের প্রতিক্রিয়া

২২ মে ২০১৯

‘আমাদের ছেলেরা সব পারে! ওয়েট অ্যান্ড ওয়াচ'...ভারতের সাবেক ক্রিকেটার অনিল কুম্বলের কথার প্রতিবাদ করে মন্তব্যটি করেছেন এক পাঠক৷ তবে ভিন্নমতও রয়েছে৷

https://p.dw.com/p/3Iu5G
Cricket Bangladesch - Bermuda 2007 Mohammad Ashraful
ছবি: Getty Images/AFP/P. Singh

ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ‘ক্রিকেটনেক্সট'কে দেয়া এক সাক্ষাৎকারে কুম্বলে বলেন, তিনি মনে করছেন না যে, বাংলাদেশ বিশ্বকাপে শেষ চারে যেতে পারবে৷

তবে পাঠক শামসুল হুদা বাংলাদেশের টাইগারদের নিয়ে অনেক আশাবাদী৷ ডয়চে ভেলে বাংলার ফেসবুক পাতায় তিনি লিখেছেন, ‘‘মানসিক চাপ সৃষ্টি করা সবচেয়ে খারাপ আক্রমণ, সুতরাং সাবধান! আমাদের ছেলেরা সব পারে! ওয়েট অ্যান্ড ওয়াচ...৷''

আরেক পাঠক সাইদুর রহমানও অনিল কুম্বলের কথার পালটা প্রতিবাদ জানিয়েছেন এভাবে, ‘‘ভারত শেষ চারে যেতে পারবে না, ওরা প্রথম রাউন্ডে বাদ পড়বে৷''

জয় স্যামুয়েল লিখেছেন, ‘‘এইটা কুম্বলের একার মত, আমি তাঁর সাথে একমতও পোষণ করতে পারছিনা না, আবার দ্বিমতও পোষণ করছিনা৷ খেলা হবে মাঠে সেখানে উইকেট ,আবহাওয়া ও পরিবেশ কেমন থাকবে, সেটা আমরা আগাম বলতে পারবো না৷ তবে বাংলাদেশ দল যদি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব দিকে ভালো করতে পারে তবে সেমিফাইনাল খেলা অসম্ভব কিছু নয়৷ সর্বোপরি আম্পায়ারিং একটা বিষয়৷ তবে ভারতের অতিমাত্রায় আত্মবিশ্বাস তাঁদের কাল হয়ে দাঁড়াতে পারে৷'' 

তবে ভিন্নমত পাঠক নিজামউদ্দিনের৷ তিনি লিখেছেন, ‘‘অনিল কুম্বলে যা বলেছে আমি বলবো এটা তাঁর ‘অনেষ্ট অপিনিয়ন'৷ এমনিতেই দুই-এক ম্যাচে ভালো খেলে এই বিশ্বকাপে লাভ হবে না৷ তবে আমি মনে করি এই বাংলাদেশ আগের থেকে কিছুটা হলেও ধারাবাহিক৷ আমরা সমর্থকেরা তো আশা করবোই ভালো কিছু হোক৷''

মো. বিলাল হোসেন মনে করেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, সাউথ আফ্রিকা এদের হারিয়ে শেষ চারে যাওয়া খুবই কঠিন হবে বাংলাদেশ টিমের৷

বেশ সুচিন্তিত মতামত পাঠক সালেক মোহাম্মদের৷ তিনি লিখেছেন, ‘‘বাংলাদেশের সামগ্রিক ক্রিকেট কালচার এখনও ততটা উন্নত না৷ হয়তো দুই-একটা ম্যাচ আমরা জিতে যাই৷ যেরকম এবারের বিশ্বকাপ ফুটবলে কোরিয়া জার্মানিকে হারিয়েছে৷ এর অর্থ কি কোরিয়ানদের সামগ্রিক ফুটবল কালচার জার্মানদের চাইতে উন্নত বা বেশি? আমি এটাই বোঝাতে চাচ্ছি৷ তবে ভারতের এই ক্রিকেটার যে মন্তব্য করেছেন তা অনেকটাই ভদ্র গোছের৷ তবে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে অনেক কনফিডেন্স বেড়েছে - যা অবশ্যই ভাল দিক৷ আমাদের টিম ক্যাপ্টেন এর বিশ্লেষণও অত্যন্ত সঠিক এজন্য তাঁকে আমার আন্তরিক ধন্যবাদ৷ আমার দেশ ভালো খেলুক, এটা আমি মনেপ্রাণে চাই বা কামনা করি৷ তাছাড়া খেলায় তো হার জিত থাকবেই!''

পাঠক পলাশ পাল লিখেছেন, ‘‘আবেগ দিয়ে কমেন্ট করলে তো আর হয় না, খেলাটা আবেগের না৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক