শেষ হলো বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রসচিবদের বৈঠক
৯ ডিসেম্বর ২০২৪প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে দুই দেশের পররাষ্ট্রসচিব একান্তে বৈঠক করেন।
বৈঠকে দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও কোন কোন বিষয় গুরুত্ব পেয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে বিকেলে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন গণমাধ্যমকে বৈঠকের বিষয়ে জানাবেন।
সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ দিল্লি থেকে ঢাকায় পৌঁছান বিক্রম মিস্রি। ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে তিনি ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইশরাত জাহান।
ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক সম্প্রতি খারাপ হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে বলে ভারত অভিযোগ করেছে। এই নিয়ে দুই দেশের সম্পর্কে যথেষ্ট টানাপোড়েন দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় পররাষ্ট্রসচিবের বাংলাদেশ সফর ও আলোচনা রীতিমতো তাৎপর্যপূর্ণ।
ডিডাব্লিউর কনটেন্ট পার্টনার প্রথম আলো জানাচ্ছে,. খসড়া সূচি অনুযায়ী বেলা এগারোটা নাগাদ বিক্রম মিস্রির সঙ্গে মো. জসীম উদ্দীনের বৈঠক হবে। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক হবে। এই বৈঠকের পর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন বিক্রম মিস্রি। তারপর রাতেই তিনি দিল্লি ফিরে আসতে পারেন।
জিএইচ/এসজি (পিটিআই, দৈনিক প্রথম আলো)