1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাবাকে চিনতে ভুল?

১৮ ফেব্রুয়ারি ২০১৬

ছোট্ট একটা শিশু৷ কত আর বয়স হবে? দেড় বছরও না৷ তারপরও নিজের বাবাকে সে ভালো করেই চিনতো৷ বাবাকে দেখলে ‘পাপা' বলে ডেকে উঠতেই অভ্যস্ত ছিল সে৷ কিন্তু একদিন হঠাৎ করে তার সামনে কাকা এসে দাঁড়াতেই ঘটলো বিপত্তি!

https://p.dw.com/p/1Hwy1
Symbolbild Vater Kind Sprache lernen sprechen lernen
ছবি: Fotolia/athomass

কাকা যে হুবহু তার বাবার মতো দেখতে! তাই কোনটা বাবা আর কোনটা যে কাকা, মানে চাচা, সেটা বারবারই গুলিয়ে যাচ্ছিল ছোট্ট মানুষটার৷ আসলে বাবা আর কাকা যমজ বলে তাঁদের চেহারা যে একেবারে অবিকল একরকম৷ কী আর করবে সে...৷

এরপর হলো আরো মজার একটা কাণ্ড৷ পালাবদল করে বাচ্চাটাকে কোলে নিতে শুরু করলো বাবা আর কাকা৷ আর দু'জনে কোল-বদল করার সময় তাকে জিজ্ঞাসা করলো, ‘বলো তো সোনা কে তোমার বাবা?' তাদের দু'জনের এই চালাকিতে বিভ্রান্তিতে পড়ে যায় শিশুটি৷ কখনো কাকার কোলে চড়ে বাবার দিকে আঙুল তোলে, কখনও আবার বাবার কোলে বসে কাকাকে দেখিয়ে বলে, ‘এইটা বাবা'৷

বলা বাহুল্য, নিজের বাবাকে ঠিকমতো ঠাহর করতে পারে না সে৷ তার এই অবস্থা দেখে দুই ভাই অবশ্য বেশ মজা পান৷ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এক বাসিন্দা মজার এই ভিডিওটি অনলাইনে ‘পোস্ট' করার পর তা ব্যাপক জনপ্রিয়তা পায়৷ ৫ ফেব্রুয়ারি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকে এখনও পর্যন্ত এক কোটি ৬০ লক্ষ বার দেখা হয়েছে ভিডিওটি৷ আর ইউটিউবে এটি শেয়ার হয়েছে ৩ লাখ ২০ হাজার বার৷

ক্লিক করে দেখুন, আপনিও মজা পাবেন৷ আর ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন!

ডিজি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য