এবারে কি রেয়াল মাদ্রিদ?
২০ মার্চ ২০১৪২০০৯ সালে বার্সেলোনা একমাত্র দল হিসেবে স্প্যানিশ লা লিগা, স্প্যানিশ কিংস কাপ এবং ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল৷ এবার রেয়ালও সেই রেকর্ড গড়তে পারে বলে মনে করছেন অনেকে৷ তাদের এই মনে হওয়ার পেছনে একটা শক্ত যুক্তি হচ্ছে রোনাল্ডোর পারফরম্যান্স৷ সঙ্গে রয়েছে তাঁকে সহায়তাকারী করিম বেনজেমা আর গ্যারেথ বেল৷ এই ত্রয়ীর অবদানে গত ৩১টি ম্যাচে অপরাজিত আছে রেয়াল৷ শেষবার তারা ম্যাচ হেরেছিল বার্সার কাছে, গত বছর অক্টোবরে৷
রেয়ালের এই পারফরম্যান্সে সবচেয়ে বড় অবদান রোনাল্ডোর৷ এই মরসুমে তিনি ৩৭ ম্যাচে ৪১ গোল করেছেন৷ আর চ্যাম্পিয়নস লিগে তাঁর গোল সংখ্যা ১৩৷ আর একটা গোল হলেই তিনি মেসিকে ছুঁয়ে ফেলবেন৷ চ্যাম্পিয়নস লিগের ২০১১-১২ মরসুমে ১৪টি গোল করে রেকর্ড গড়েছিলেন মেসি৷
লা লিগায় ৭০ পয়েন্ট নিয়ে এখন শীর্ষ রয়েছে রেয়াল৷ তার চেয়ে তিন পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ৷ বার্সার অবস্থান তিন নম্বরে৷ কারণ কয়েকটি ম্যাচে হারের কারণে বার্সা রেয়ালের চেয়ে চার পয়েন্ট পিছিয়ে রয়েছে৷
এই পরিস্থিতিতে রবিবার লিগের খেলায় বার্সার মুখোমুখি হবে রেয়াল৷ এছাড়া চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের যে ড্র অনুষ্ঠিত হবে শুক্রবার, সেখানেও রেয়ালের প্রতিপক্ষ হিসেবে উঠতে পারে বার্সার নাম৷ এর বাইরে, আগামী মাসে কিংস কাপের ফাইনালে মুখোমুখি হবে রেয়াল আর বার্সা৷
জেডএইচ/ডিজি (রয়টার্স, এপি)