1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপির জনবান্ধব আন্দোলন কর্মসূচি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩ এপ্রিল ২০১৪

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য বিএনপি নতুন করে আন্দোলনে যাচ্ছে৷ তবে জনগণের ভোগান্তি হয় এমন কোনো কর্মসূচি দেয়া হবে না, বলে জানিয়েছেন বিএনপি নেতারা৷

https://p.dw.com/p/1BbMZ
Aktivisten sammeln sich vor dem Sitz der Nationalistischen Partei BNP in Dhaka
ছবি: DW

তবে তাঁরা বলছেন সরকারের আচরণের ওপরই নির্ভর করবে বিএনপি শেষ পর্যন্ত হরতাল, অবরোধের মতো কর্মসূচিতে যাবে কিনা৷

৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পর বিএনপি আন্দোলন বাদ দিয়ে দল গোছানো এবং নেতা-কর্মীদের চাঙ্গা করার কর্মসূচি নেয়৷ তাই সংসদ নির্বাচনে অংশ না নিলেও উপজেলা নির্বাচনে অংশ নেয় দলটি৷ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ডয়চে ভেলেকে বলেন, ‘‘কেউ কেউ বলার চেষ্টা করেছেন ১০ম সংসদ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছে৷ কিন্তু উপজেলা নির্বাচনে অংশ নিয়ে বিএনপি প্রমাণ করেছে যে তাদের সিদ্ধান্ত ভুল ছিলনা৷ প্রমাণ হয়েছে এই সরকারের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়৷'' তিনি বলেন, ‘‘তাই বিএনপি নতুন করে জনসম্পৃক্ত আন্দোলন শুরু করছে৷ আর নতুন এই আন্দোলন কর্মসূচি যে-কোনো দিনই ঘোষণা করা হতে পারে৷ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত হয়েছে৷''

শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবির সঙ্গে সারাদেশের মানুষকে সম্পৃক্ত করতে চায়৷ এজন্য নতুন আন্দোলনে ঢাকাসহ সারাদেশে সভা-সমাবেশ, র‌্যালি, গণ অবস্থান, রোডমার্চসহ নানা ধরণের কর্মসূচি দেয়া হবে৷ আর এই সব কর্মসূচির মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানো হবে৷ তবে শেষ পর্যন্ত হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি দেয়া হবে কিনা তা নির্ভর করবে সরকারের আচরণের ওপর৷

অন্যদিকে, দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘‘জনদুর্ভোগের সৃষ্টি হয়, এমন কোনো কর্মসূচি দিচ্ছে না বিএনপি৷ জনগণকে সম্পৃক্ত করে, এই অবৈধ সরকারের বিরুদ্ধে দুর্বার গণ-আন্দোলন গড়ে তোলা হবে৷''

উপজেলা নির্বাচনে বিজয়ী বিএনপি-সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করে তিনি বলেন, ‘‘বিজয়ী বিএনপি-সমর্থিত প্রার্থীরা যাতে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে না পারেন, সেজন্য তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে৷''

সালাহউদ্দিন আহমেদ দাবি করেন, উপজেলা নির্বাচনে সরকার-সমর্থিত প্রাথীদের বিজয়ী করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিষ্ক্রিয় রেখে নির্বাচন কমিশন নির্লজ্জের মতো কাজ করেছে৷

তিনি অভিযোগ করেন, ‘‘পুলিশের মামলার পাশাপাশি সরকার-দলীয় সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় বিএনপি-সমর্থিত প্রার্থী ও কর্মীদের ওপর হামলা চালাচ্ছেন৷ এজন্য তাঁরা পালিয়ে বেড়াচ্ছেন৷''

তবে এসব করে কোনো কাজ হবেনা বলে জানান তিনি৷ ‘‘এবার গণআন্দোলনের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করা হবে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য