1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএমডাব্লিউ ক্লাসিক ওয়ার্ল্ড

৯ নভেম্বর ২০১৬

বিএমডাব্লিউ ক্লাসিক ওয়ার্ল্ড সেন্টারে নামি-দামি বিএমডাব্লিউ গাড়িই থাকে, তবে ভিনটেজ কার বা ওল্ডটাইমার৷ সেন্টার থেকেই খোঁজখবর করে, সংগ্রহ করে আনা হয় এই সব পুরনো গাড়ি৷ গ্রাহকরাও আনেন তাদের নিজেদের ওল্ডটাইমার৷

https://p.dw.com/p/2SOAq
বিএমডাব্লিউ ক্লাসিক
ছবি: DW

বিএমডাব্লিউ ক্লাসিক ওয়ার্ল্ড কেন্দ্রে যে শুধু ভিনটেজ কার কিনতে পাওয়া যায়, এমন নয়, লিজ-ও করতে পারা যায়৷ ক্লাউস কুটশার গত ৩০ বছরের বেশি সময় ধরে সারা পৃথিবী থেকে পুরনো মডেল জোগাড় করছেন বিএমডাব্লিউ-র এই কলেকশানটির জন্য৷ যেমন একটি বিএমডাব্লিউ ৫০৭ মডেলের গাড়ি৷ এটিকে পাওয়া গেছিল মার্কিন মুলুকের একটি খামারে; এককালে খোদ এলভিস প্রেসলি-র সম্পত্তি ছিল, এখন সেটাকে আবার সারানো হচ্ছে ঠিক আদত গাড়িটির মতো করে৷ কুটশার বলেন, ‘‘গাড়িটাতে অনেক কিছু বদলানো হয়েছে৷ সিটগুলো আগে লেপ-তোষকের মতো চৌকো চৌকো করে সেলাই করা ছিল, সত্তর দশকের কায়দায়৷ নয়ত গাড়ির ভেতরটা আর যান্ত্রিক অংশগুলোকে বিএমডাব্লিউ ৫০৭ বলে চেনার কোনো উপায় ছিল না৷''

বায়রিশে মোটোরেন ভ্যায়ার্কে, অর্থাৎ বাভেরিয়ান মোটর ওয়ার্কস, আদ্যক্ষর মিলিয়ে বিএমডাব্লিউ৷ একশ' বছর আগে প্রথম কারখানাটি যেখানে ছিল, সেখানেই আজ বিএমডাব্লিউ ক্ল্যাসিক ওয়ার্ল্ড৷ সেই কারখানায় কিন্তু তখন এরোপ্লেনের ইঞ্জিন তৈরি করা হতো৷

বিএমডাব্লিউ জায়গাটা আবার কিনে নেয় কয়েক বছর আগে৷ স্মৃতিসৌধ সুরক্ষা অনুশাসন বিধি অনুযায়ী তার রদবদল করা চলবে না৷

মানফ্রেড গুন্যার্ট বিএমডাব্লিউ ক্লাসিক ওয়ার্ল্ড সেন্টারের পরিকল্পনা ও স্থাপত্যের জন্য দায়ী৷ সেন্টারটি থেকে কোম্পানির ইমেজ-এর যে উন্নতি হয়েছে, তাতেই বিনিয়োগ সার্থক হয়েছে বলে তাঁর ধারণা৷ গুন্যার্ট বলেন, ‘‘একশ' বছর পুরনো হওয়াটাই তো একটা কৃতিত্ব৷ তার তাৎপর্য তুলে ধরার জন্য ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখা প্রয়োজন৷ এভাবে অন্যদের থেকে নিজের পার্থক্যটা স্পষ্ট করে দেওয়া যায়৷ ইতিহাস নকল করার কোনো উপায় নেই৷''

বাভেরিয়ার প্রিন্স লেওপল্ড-এর মতো অনেক ভিনটেজ কার অনুরাগী বিএমডাব্লিউ কোম্পানির ১০০ বছরের অভিজ্ঞতা থেকে লাভবান হয়েছেন৷ ক্লাউস কুটশার প্রিন্স লেওপল্ড-এর গাড়ির চ্যাসিস নাম্বারটা আর্কাইভের ডকুমেন্টেশনের সঙ্গে মিলিয়ে দেখে নিয়েছিলেন, বিএমডাব্লিউ গাড়িটি কবে, কোথায় ও কি ধরনের স্পেসিফিকেশন ও ফিচার ইত্যাদি নিয়ে তৈরি হয়েছিল৷

প্রিন্স লিওপোল্ডের মতে, ‘‘বিএমডাব্লিউ ক্লাসিকের অন্য সবার চেয়ে বেশি অভিজ্ঞতা আছে৷ আপনি যখন আপনার গাড়ি ফেরৎ পাবেন, তখন সেটা নিশ্চয় করে চলবে৷ এরকম একটা পুরনো গাড়ি চালানো বেশ সমস্যাকর৷ মোটরওয়েতে নেওয়া যায় না, গাঁয়ের দিকের রাস্তায় চালাতে হয়৷ তবুও ড্রাইভটা উপভোগ করা যায়, লোকজন হাত নাড়ে৷''

গেযারহার্ড সনলাইটনার/এসি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য