বিশ্ববিদ্যালয়ে কাঠামোগত পরিবর্তন আনতে হবে
৩ ফেব্রুয়ারি ২০১০হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মারা যান৷
এই ঘটনায় বিক্ষুব্ধ ছাত্ররা প্রক্টর অফিস ভাংচুর এবং ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে৷ তাদের দাবি, ওই রাতে পুলিশের গুলিতেই আবু বকর আহত হয়েছিলেন৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, এই হত্যাকান্ডের তদন্ত করা হবে এবং দায়ী ব্যক্তিদের শাস্তি হবে৷
জানুয়ারির শেষ সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংঘর্ষের পর চলতি মাসের শুরুতেই আবার একই ধরণের ঘটনা ঘটল৷ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. নজরুল ইসলাম এ ধরণের ঘটনা বন্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাড়াও রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হতে বলেছেন৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ এজন্য রাজনীতি এবং রাজনৈতিক সুবিধা লাভের জন্য ব্যস্ত ছাত্র ও শিক্ষকদের দায়ী করেন৷ তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন পদে নির্বাচনে রাজনৈতিক প্রভাব থাকে৷ এর অবসান ঘটাতে পারলে পরিস্থিতির উন্নতি হবে। এর জন্য প্রয়োজন কাঠামোগত পরিবর্তন৷
প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক