1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুনো হাঁসের উত্তরমেরু যাত্রা

২৮ ডিসেম্বর ২০১০

পরিযায়ী এক বুনো হাঁস ইতিহাস সৃষ্টি করল৷ ১২ হাজার কিলোমিটার পথ পরিক্রম করে গোটা উত্তর মেরু ঘুরে ফিরে এল আবার হংকং-এ৷ তার গায়ে বসিয়ে দেয়া হয়েছিল একটি ট্রান্সমিটার৷ এই ট্রান্সমিটার থেকেই জানা গেছে তার যাত্রার বিবরণ৷

https://p.dw.com/p/zqWS
বুনো হাঁসছবি: AP

পরিবেশবাদী গ্রুপ ওয়াইল্ড লাইফ ফান্ড (ডাব্লিউডাব্লিউএফ)-এর একটি প্রকল্পের আওতায় এ বছরের শুরুতে প্রায় ২৩টি বুনো হাঁসের গায়ে ছোট্ট সৌরশক্তি চালিত ট্রান্সমিটার বসিয়ে দিয়েছিল গত বছরের ডিসেম্বর মাসে৷ এই বুনো হাঁসগুলো পরিযায়ী পাখিদের দলে পড়ে৷ ফিরে এসেছে মাত্র একটি হাঁস৷ ট্রান্সমিটারের ধারণ করা তথ্য অনুযায়ী, হাঁসটি ২৫ ফেব্রুয়ারি হংকং থেকে উড়ে যায় এবং জুন মাসের মাঝামাঝি উত্তর মেরু পৌঁছায়৷ বারো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বুনো হাঁসটি এ মাসেই ফিরে এসেছে হংকং-এর মাই পো নেচার রিজার্ভে৷

Nordpolarmeer
সাদা অংশটিই উত্তর মেরুছবি: AP

বন্য পশু সংরক্ষণ বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই হাঁসটির উত্তর মেরু থেকে ফিরে আসা, বারো হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়া – বন্য পশু সংরক্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য দিতে সক্ষম হবে৷ পাওয়া যাবে পরিযায়ী পাখিদের যাত্রাপথের প্যাটার্ন সম্পর্কে তথ্য৷

হাঁসটি যাত্রাবিরতি করে পূর্ব ও উত্তরপূর্ব চীনে এবং দক্ষিণ কোরিয়ার অদূরে পীত সাগরে৷ তারপর সাইবেরিয়ায় থাকে সে তিন মাস - সম্ভবত সেখানে মিলিত হয় সে সঙ্গীর সাথে৷ সেখান থেকে সে পাড়ি দেয় দক্ষিণে৷

ফিরে আসা হাঁসটির গতিবেগ কত ছিল? ট্রান্সমিটারের দেয়া তথ্য বলছে, হাঁসটি ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে উড়েছে৷ তিনদিনে প্রায় সতেরোশো কিলোমিটার পথ পাড়ি দিয়েছে এই হাঁস৷ ফিরে আসার পথে যাত্রা বিরতি ছিল রাশিয়া আর জাপানে৷ এ মাসের ১৮ তারিখে চীনের গুয়াংডং-এ সে এসে পৌঁছায়৷

ওয়াইল্ড লাইফ ফান্ড-এর বিশেষজ্ঞ ক্যাথারিন লিউং চায়না মর্নিং পোস্টকে জানান, এই ট্রান্সমিটারের রিডিং থেকে পরিযায়ী পাখি সম্পর্কে আরো অনেক নতুন তথ্য আমরা সংগ্রহ করতে পারবো৷ দীর্ঘ পথে যাত্রার সময় নানা রকমের হুমকির মুখে পড়ে বুনো হাঁসেরা৷ আক্রান্ত হয় অন্য পাখিদের দ্বারা৷ অসুখ বিসুখ হতে পারে তাদের৷ অথবা শিকারির গুলিতে প্রাণ হারায়৷

বসানো তেইশটি ট্রান্সমিটারের মধ্যে মাত্র আর দুটি কাজ করছে বলে প্রকাশ৷ অন্যগুলো হয়ত খুলে পড়ে গেছে অথবা কাজ করছে না৷ বিবিসি'র ওয়েবসাইটে বলা হয়েছে, একটি বুনো হাঁসকে রাশিয়ায় গুলি করে মারা হয়৷ তার গায়ে বসানো ট্রান্সমিটারটি নাকি শিকারীর হাতে পড়েছে৷

ঠিকঠাক হংকং-এ ফিরে আসা বুনোহাঁসটি হলো নর্দার্ন পিনটেইল প্রজাতির একটি মেয়ে হাঁস৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক