1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রা-র দাম ২০ লাখ মার্কিন ডলার!

২২ অক্টোবর ২০১০

লিঞ্জারি অর্থাৎ কিনা অন্তর্বাস তৈরির কোম্পানি ‘ভিক্টোরিয়াস সিক্রেট’৷ গোপনে নয়, প্রকাশ্যেই সবার সামনে নিয়ে এলো রত্নখচিত এক বক্ষবন্ধনী৷

https://p.dw.com/p/PlJw
ড্যুসেলডর্ফের একটি ফ্যাশন শোতে ব্রার প্রদর্শনীছবি: AP

ব্রাজিলিয়ান মডেল আড্রিয়ানা লিমা নিউ ইয়র্কে এই ব্রা পরে দেখালেন৷ তিনহাজার সাদা রং-এর হিরা, হালকা নীল মণি এবং ডিম্বাকৃতির পোখরাজ মিলে মোট ১৪২ ক্যারাটের রত্নে অলঙ্কৃত এই বক্ষবন্ধনীর দাম হাঁকা হয়েছে ২০ লাখ মার্কিন ডলার৷

ফোর্বস ম্যাজিনের সাম্প্রতিক এক তালিকায় দেখা গেছে, ‘ভিক্টোরিয়াস সিক্রেট এঞ্জেল' বলে খ্যাত মডেল লিমা বছরে ৭০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার আয় করেন৷ এই মহামূল্য ব্রা-র ডিজাইন করেছেন দামিয়ানি জুয়েলার্স৷ আড্রিয়ানা লিমা বলেন, এই বক্ষবন্ধনী কেবল উজ্জ্বল ও আকর্ষণীয়ই না, এটি একেবারেই বিশেষ ধরণের৷ রয়টার্স টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৯ বছর বয়সি লিমা বলেন,‘‘ পরে খুবই, খুবই আরাম৷''

‘ভিক্টোরিয়াস সিক্রেট'এর নতুন হলিডে কালেকশনে আনা হয়েছে এই বক্ষবন্ধনী৷ বিলাসবহুল বক্ষবন্ধনীটি বার্ষিক হলিডে কালেকশনে যোগ করেছে নতুনমাত্রা ৷ যদিও ২০১০'এর এই বক্ষবন্ধনী গত বছরের ‘দ্য হারলেকুইন ফ্যান্টাসি' নামের বক্ষবন্ধনীর দামের চেয়ে কম৷ তার দাম ছিল ৩০ লাখ মার্কিন ডলার৷ আর তা ছিল দেড়শো ক্যারাটের প্রায় আড়াই হাজার হিরা দিয়ে খচিত৷ এরআগে ২০০৮ সালে ‘ভিক্টোরিয়াস সিক্রেটস' ‘ব্ল্র্যাক ডায়মন্ড ফ্যান্টাসি মিরাকেল' বক্ষবন্ধনী তৈরি করেছিলো, যার দাম ছিলো ৫০ লাখ মার্কিন ডলার৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক