সালমান শাহের মৃত্যুবার্ষিকী
৫ সেপ্টেম্বর ২০১৩সালমান কি আত্মহত্যা করেছিলেন নাকি পরিকল্পিত কোনো ষড়যন্ত্রের শিকার? এই প্রশ্ন আজও ঘুরে ফেরে সালমান ভক্তদের হৃদয়ে৷ সামহয়্যার ইন ব্লগে ব্লগার খলিলুর রহমান ফয়সাল এর লেখার শিরোনাম, ‘‘সালমান শাহ মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য! এক্সক্লুসিভ কিছু ছবি!! '' এই ব্লগার লিখেছেন, ‘‘সিলেট নগরীর দাড়িয়াপারা এলাকায় সালমান ভবন৷ বাসায় ঢুকতেই বুকের ভেতরটা মোচড় মেরে উঠল৷ এই সেই সালমান – সারা বাংলার মানুষ যার অভিনয় দেখে একসময় হেসেছে, কেঁদেছে৷ আমার এখনো মনে আছে, ছোটবেলায় সালমানের ছবি যেদিন দিত বাসার সবাই সব ভুলে বিটিভি ছেড়ে বসতাম৷''
সালমানের মৃত্যু প্রসঙ্গে ফয়সাল লিখেছেন, ‘‘সালমান যে দড়ির সাথে ফাঁস দেয়া ছিল সে দড়ির সাথে ফ্যান এ বাঁধা দড়ির মিল নাই৷ ...সালমানের ড্রেসিং রুম, যেখানে সালমানের লাশ পাওয়া গিয়েছিল তার পাশে বড় একটা মই রাখা ছিল৷ লাশ নামাতে এত তারাতারি উঁচু ফ্লাটে কিভাবে একটা বড় মই ম্যানেজ করা সম্ভব – সেটাও রহস্যজনক৷ সালমান যে ব্রান্ডের সিগারেট খেত, সালমানের মৃত্যুর ঐ রুমে ঐ দিন অন্য ব্রান্ডের সিগারেট পাওয়া গেছে৷''
একই বিষয়ে ব্লগার জয়নুল হকের লেখার শিরোনাম, ‘‘কি ছিল নায়ক সালমানের মনের বেদনা?'' তিনি লিখেছেন, ‘‘সালমান নামের যুবরাজ বাংলা চলচ্চিত্রের মোড় ঘুরালেও স্বল্প সময়ে থেমে গেল সকল কিছু, চিরবিদায় নিল নিরবে, নিবৃত্তে সেই চলচ্চিত্রের পর্দার জনপ্রিয় নায়ক সালমান শাহ৷ কালো মেঘের আড়ালে সালমান নামের জ্বলজ্বলে তারকা ঢেকে গেল৷''
অসংখ্য মানুষের প্রিয় নায়ক সালমান শাহকে নিয়ে ফেসবুকে একটি পাতা রয়েছে৷ এই পাতার অনুসারীর সংখ্যা প্রায় বিশ হাজার৷ পাতাটিতে দৈনিক প্রথম আলোর সম্পাদকের উদ্দেশ্যে প্রকাশিত এক চিঠিতে লেখা হয়েছে, ‘‘আগামী ৬ই সেপ্টেম্বর সালমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আপনার পত্রিকায় সালমান শাহর নামে বিএফডিসির সামনের সড়কটির নামকরণের বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করবেন যেন তা যথাযথ কর্তৃপক্ষের সুনজরে আসে৷''
উইকিপিডিয়ায় প্রকাশিত তথ্য অনুযায়ী, নব্বইয়ের দশকের অন্যতম শ্রেষ্ঠ নায়ক সালমান শাহর জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর৷ মৃত্যু: ৬ সেপ্টেম্বর, ১৯৯৬৷ ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই অভিনেতা সর্বমোট ২৭টি চলচ্চিত্র অভিনয় করেন৷ এছাড়াও টেলিভিশনে তার অভিনীত গুটি কয়েক নাটক প্রচারিত হয়৷
সংকলন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: দেবারতি গুহ