1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের সঙ্গে ঋণচুক্তি আরেক গোলামী চুক্তি : খালেদা

৯ আগস্ট ২০১০

ভারতের সঙ্গে ঋণচুক্তির বিরেধিতা করে তা বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া৷ সোমবার বিএনপির গণমিছিলে নেতৃত্ব দেন তিনি৷

https://p.dw.com/p/OfdF
khaleda zia
ছবি: Mustafiz Mamun

খালেদা জিয়া বলেছেন, ভারতের সঙ্গে ঋণচুক্তি গোলামি চুক্তিরই শামিল৷ পল্টন ময়দান থেকে বিকেলে শুরু হয় প্রধান বিরোধী দল বিএনপির গণমিছিল৷ মিছিল সাড়ে ৫টার দিকে শুরু হলেও দুপুর থেকেই পল্টন এলাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল জড়ো হতে থাকে৷ সাড়ে ৫টার দিকে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পল্টনে হাজির হন৷ গণমিছিলের আগে বক্তব্য রাখেন তিনি৷ খালেদা বলেন, ‘‘এই সরকারের সময়ে দেশ স্থবির হয়ে পড়েছে৷ সব ক্ষেত্রেই দেখা দিয়েছে অচলাবস্থা৷ গ্যাস, বিদ্যুৎ ও পানি সঙ্কটে দেশের মানুষের নাভিঃশ্বাস উঠেছে৷''

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দাবি করেন, সরকার হামলা ও মামলা দিয়ে বিরোধী দলকে দমন করতে চাইছে৷ সারাদেশে নেতাকর্মীদের ওপর চালানো হচ্ছে দমন-নির্যাতন৷ বিরোধী দলের ওপর নিপীড়ন বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি৷ খালেদা জিয়া বলেন, ‘‘ভারতের সঙ্গে এই সরকারের ১০০ কোটি মার্কিন ডলারের ঋণচুক্তি নতুন গোলামী চুক্তি৷ ২৫ বছরের শান্তি চুক্তির নামে এর আগে আরেকটি গোলামী চুক্তি করা হয়েছিল৷''

ভারতের সঙ্গে চুক্তির বিরোধিতাসহ ১৩ দফা দাবি উত্থাপন করলেও রমজানে কোনো ধরনের কর্মসূচি দেওয়া হচ্ছে না বলে জানান খালেদা জিয়া৷ তিনি বলেন, তাদের ১৩ দফা দাবি পূরণ না হলে রমজানের পর কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে৷

খালেদা জিয়ার বক্তব্যের পর গণমিছিল শুরু হয়ে শান্তিনগর ও কাকরাইল হয়ে মগবজারে গিয়ে শেষ হয়৷ এ সময় রাস্তায় পুলিশের ব্যাপক প্রহরা ছিল৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ