ভারতে নৌকা ডুবে ১২ শিক্ষার্থীসহ ১৪ জনের মৃত্যু
১৯ জানুয়ারি ২০২৪স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে নৌকাটি উল্টে গেলে ১২ শিক্ষার্থী ও দুইজন শিক্ষক ডুবে যান। স্কুল থেকেই পিকনিকের আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। শিক্ষার্থী ও শিক্ষকরা ভাগে ভাগে নৌকায় করে লেকে ভ্রমণ করছিলেন।
ডুবে যাওয়া নৌকাটিতে মোট ২৭ জন শিক্ষার্থী, চারজন শিক্ষক এবং চারজন অপারেটর ছিলেন, যা নৌকাটির ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি। এমনকি সেটিতে ছিল না কোনো লাইফ জ্যাকেট। শিক্ষার্থীদের বয়স সাত থেকে ১৩ বছরের মধ্যে বলে জানা গেছে। তারা প্রথম থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স শুক্রবার সকালেও লেকে তল্লাশি অভিযান চালায়। এদিন ভাদোদরা পুলিশ কমিশনার অনুপম সিং জানান, ১২ শিক্ষার্থী ও দুই শিক্ষকের মৃতদেহ তারা গ্রহণ করেছেন। শিক্ষার্থীরা ভাগে ভাগে নৌকায় ভ্রমণ করছিল এবং ডুবে যাওয়া নৌকাটিতে শেষ ব্যাচের শিক্ষার্থীরা ছিল। লেকের পানি ২৫ ফুট গভীর।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। একটি মামলাও দায়ের করা হয়েছে। কারো অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
স্কুল কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়ে অভিভাবকদের কিছু জানায়নি বলে অভিযোগ উঠেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।
এসএনএল/এসিবি (রয়টার্স, এএফপি)