ভাল্লুকের তাড়া খেলেন দুই মাউন্টেন বাইকার
১০ মে ২০১৭ডুসানের মাথার হেলমেটে হেলমেট ক্যাম লাগানো ছিল, তাই বোধহয় তিনি ছিলেন পিছনে৷ পাহাড়ের গায়ে সর্পিল রাস্তা, পিচের নয়, মাটি ও কাঁকর ফেলা৷ তার ওপর দিয়ে সাঁ সাঁ করে ডাউনহিল নামছেন দুই বন্ধু৷
হঠাৎ দেখা গেল, একটি বাদামি ভাল্লুক ডানদিক থেকে এসে রাস্তার ধার দিয়ে দৌড়চ্ছে, যেন ডুসানের বন্ধুটিকে ধাওয়া করছে৷ ডুসান চিৎকার করে তাঁর বন্ধুটিকে জানাতে, বন্ধু সাইকেল থামিয়ে নেমে দাঁড়ালেন৷ দু'জন বাইকার বলে, নাকি ডুসানের চিৎকারে ভাল্লুক আর তাদের দিকে না এসে অন্যদিকে চলে গেল৷
ডুসান যে ঠিক কাজ করেছেন, তার প্রমাণ হলো এই যে, আর একটু পরেই রাস্তাটা পুরোপুরি মোড় নিয়ে আরো নীচে নেমে গেছে – অর্থাৎ দুই বাইকার আর খানিকটা গেলেই ভাল্লুকটা ওপর থেকে তাদের আক্রমণ করতে পারত৷
২০১৭ সালের ৮ই মে ভিডিওটি ইউটিউবে আপলোড করেন ডুসান ভিনজিক৷ এ পর্যন্ত প্রায় দশ লাখ মানুষ দেখেছেন৷ ইউরোপের কেন্দ্রে বুনো ভাল্লুক আজও বাইকারদের তাড়া করতে পারে৷ এই মহাদেশটা সংস্কৃতি আর প্রকৃতির এমনই একটা অদ্ভুত মিশ্রণ৷
এসি/এসিবি