ভয়াবহ দাবানল ক্যানাডায়
প্রায় ১৬ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগুন নেভানো যাচ্ছে না।
জ্বলছে জঙ্গল
ক্যানাডার পূর্ব দিকের শহর হালুফ্যাক্স। এই শহরের লাগোয়া জঙ্গলেই আগুন লেগেছে। প্রবল হাওয়া চলায় আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে। তাই হালুফ্যাক্স এবং শহরতলির সমস্ত মানুষকে রোববার নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।
পরবর্তী নির্দেশের অপেক্ষায়
প্রায় ১৬ হাজার মানুষকে সরিয়ে দেওয়া হয়েছে। মিউনিসিপ্যালিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজেদের বাড়িতে ফিরে যেতে পারবেন না।
পুড়ছে ঘর-বাড়ি
আগুন গ্রাস করেছে গ্রাম। পুড়ছে বাড়ি। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতেও আগুন লেগে গেছে। তবে হতাহতের কোনো খবর নেই।
আগুন নেভানো যাচ্ছে না
আগুন নেভানোর বিশেষ দল ঘটনাস্থলে আছে। কিন্তু তাদের বক্তব্য, বৃষ্টি না হলে এই আগুন নেভানো সম্ভব নয়। হাওয়া থাকায় আগুন ছড়াচ্ছে।
আগুন অন্যত্র
ক্যানাডার আরো কয়েকটি অঞ্চলে আগুন লেগেছে। বস্তুত, পূর্ব ক্যানাডাতেই গত কয়েকবছর ধরে এধরনের আগুন দেখা যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণেই এমন ঘটছে বলে মনে করা হচ্ছে। তবে অন্য জায়গার আগুন এখন নিয়ন্ত্রণে।
পাশে প্রধানমন্ত্রী
ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, আগুন নেভানোর সমস্ত ব্যবস্থা করা হয়েছে। যাদের বাড়ি থেকে সরিয়ে আনা হয়েছে, তাদের জন্যও সমস্ত রকম ব্যবস্থা করবে সরকার।