1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাওবাদী হামলা সত্বেও বিহারে চতুর্থ দফা ভোট শান্তিপূর্ণ

১ নভেম্বর ২০১০

চতুর্থ দফায় বিহার বিধানসভার ৪২টি আসনে আজ সকালে ভোটগ্রহণ শুরু হলে, মাওবাদীদের স্থলমাইন বিস্ফোরণ এবং দুষ্কৃতিদের বোমা বিস্ফোরণ সত্বেও তা ব্যাহত হয়নি৷ মাওবাদীদের ভোট বয়কটের ডাক উপেক্ষা করে ভোট পড়ে ৫১ শতাংশ৷

https://p.dw.com/p/PvZ9
ফাইল ছবিছবি: AP

বিহার বিধানসভার ২৪৩টি আসনের মধ্যে আজ চতুর্থ দফায় ভোট হয় ৪২টি আসনে৷ এর মধ্যে ১৪টি কেন্দ্র ছিল মাওবাদী উপদ্রুত এলাকা৷ এরপরও মাওবাদীদের ভোট বয়কটের ডাক উপেক্ষা করে, ভোট পড়ে ৫১ শতাংশ৷ অঞ্চলের প্রধান নির্বাচন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন একথা৷

এদিকে কড়া নিরাপত্তা ব্যবস্থা সত্বেও, আজ ভোটগ্রহণ শুরু হবার সঙ্গে সঙ্গেই বেতিয়া জঙ্গল এলাকায় চাকাই-জামুই সড়কের কাছে একটি ব্রিজের কাছে স্থলমাইন বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা৷ বিস্ফোরণে ক্ষতি হয় ব্রিজের৷ লক্ষ্য ছিল তাদের নিরাপত্তা বাহিনীর গাড়ি৷ কিন্তু তা ব্যর্থ হয়৷ আধা সামরিক বাহিনী পাল্টা গুলি চালালে মাওবাদীরা পালিয়ে যায়৷ দানাপুর কেন্দ্রে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিরা চারটি বিস্ফোরণ ঘটায়৷ বিভিন্ন কেন্দ্র থেকে গ্রেপ্তার করা হয় ৩৮জনকে৷ আর আটক করা হয় ১১৫টি গাড়ি৷

ওদিকে পাটনা-দীঘা কেন্দ্রে আরজেডি প্রধান লালু প্রসাদ নির্বাচন বিধি ভঙ্গ করে সপরিবারে দেহরক্ষীসহ ভোট কেন্দ্রে প্রবেশ করায়, তাঁর বিরুদ্ধে থানায় ডাইরি করা হয়৷ বিধি অনুসারে পোলিং বুথের ১০০ গজের মধ্যে অস্ত্রশস্ত্র নিয়ে কেউ ঢুকতে পারেনা৷ প্রধান প্রতিদ্বন্দ্বী লালু প্রসাদকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সাংবাদিকদের বলেন, ‘‘আইন লঙ্ঘন করা লালু প্রসাদের পুরানো অভ্যাস৷ কোনদিনই উনি তা শোধরাতে পারবেন না৷ না কাজে না কথায়৷''

আজ যে সাতটি জেলার ৪২টি আসনে ভোট হয়, সেগুলির বেশির ভাগ এলাকা চরম অনগ্রসর বলে চিহ্নিত৷ তার ওপর আছে জাতপাতের সমীকরণ৷ তাই এই ভোট হবে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিকাশ কর্মসূচির এক ‘অ্যাসিড টেস্ট'৷ আগে ঐসব এলাকায় সিপিএম'এর ছিল ব্যাপক প্রভাব৷ অনগ্রসর মুসলিম ভোট ভাগ হবে তিনভাগে৷ ক্ষমতাসীন জেডি-ইউ, কংগ্রেস ও লালু-পাশোয়ান জোট৷ কংগ্রেস যুবনেতা রাহুল গান্ধী নির্বাচনি সভায় বলেছিলেন, ‘‘বিহারিদের উন্নতি হলেও, বিহারের উন্নতি হয়নি৷'' অবশ্য এর পাল্টা জবাব দেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ তাঁর কথায়, ‘‘রাহুল গান্ধীর উচিত, প্রধানমন্ত্রী হবার আগে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে প্রশাসন কী - তা শেখা৷''

আজকের ভোটে ৫৬৮জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত করে ১ কোটি ৪৭ হাজার ভোটার৷ আজকের ৪২টি আসনের মধ্যে ক্ষমতাসীন জেডি-ইউ-বিজেপি জোট, কংগ্রেস এবং আরজেডি-এলজেপি জোট প্রাথী দেয় সবকটি আসনে৷ বিএসপি ৪০টি আসনে৷ পঞ্চম দফার ভোট ৯ই নভেম্বর৷ ভোট গণনা ২৪শে নভেম্বর৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ