1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাগডেবুর্গ ‘গাড়ি হামলা’: মৃতের সংখ্যা বেড়ে ৫

২১ ডিসেম্বর ২০২৪

শুক্রবার রাতে এক ব্যক্তি গাড়ি নিয়ে মাগডেবুর্গের ক্রিসমাস মার্কেটের ভিড়ের মধ্যে ঢুকে পড়েন৷ শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন৷

https://p.dw.com/p/4oSLe
মাগডেবুর্গ ক্রিস্টমাস মার্কেট
হামলার পর ক্রিস্টমাস মার্কেট বন্ধ করে দেয়া হয়ছবি: Ebrahim Noroozi/AP Photo/picture alliance

জার্মানির আনহাল্ট-সাক্সনি রাজ্যের মাগডেবুর্গ শহরের ক্রিসমাস মার্কেটের ভিড়ে এক ব্যক্তি দ্রুত গাড়ি নিয়ে ঢুকে পড়েন৷ এ ঘটনায় এক শিশুসহ অন্তত পাঁচ জন নিহত হয়েছেন বলে শনিবার নিশ্চিত করেছেন আনহাল্ট-সাক্সনি রাজ্যের প্রধানমন্ত্রী হাজেলহফ৷

আহত হয়েছেন অন্তত দুইশ জন৷ জার্মান সংবাদামাধ্যম বিল্ডের এক খবরে বলা হয়, গাড়ি হামলার ঘটনায় ৪১ জন মারাত্মকভাবে আহত হয়েছেন৷

ঘটনার সাথে সংশ্লিষ্ট সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ৷ আটক ওই ব্যাক্তি সৌদি আরবের নাগরিক৷ স্থায়ী বসবাসের অনুমতি নিয়ে ২০০৬ সাল থেকে তিনি জার্মানিতে বাস করছিলেন৷ তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে৷

আনহাল্ট-সাক্সনি রাজ্যের প্রধানমন্ত্রী হাজেলহফ জানান, গ্রেপ্তার করা ব্যক্তি একজন ডাক্তার৷ ২০০৬ সাল থেকে জার্মানিতে রয়েছেন৷ ইতিমধ্যে জার্মানিতে স্থায়ী হওয়া এই ব্যক্তি ভাড়া করা গাড়ি নিয়ে শুক্রবার ক্রিস্টমাস মার্কেটে ঢুকে পড়েন৷

চ্যান্সেলর ওলাফ শলৎস এবং স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার শনিবার শহরটি পরিদর্শনের কথা রয়েছে৷

উল্লেখ্য ২০১৬ সালে একবার বার্লিনের ক্রিসমাস মার্কেটে এমন গাড়ি হামলা হয়েছিল৷ সেবার এক ব্যক্তি ভিড়ে গাড়ি চালিয়ে দেয়ায় ১৩ জন নিহত এবং ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন৷

আটক হওয়া ব্যক্তি সম্বন্ধে যা জানা গেছে

১৮ বছর ধরে জার্মানিতে অবস্থান করছেন আটক হওয়া  ৫০ বছরের ওই সৌদি নাগরিক৷ স্থায়ী বসবাসের অনুমতি নিয়ে তিনি জার্মানিতে ডাক্তারি পেশায় নিয়োজিত ছিলেন৷

জার্মানির বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বরা হয়, মাগডেবুর্গ থেকে ৪০ কিলোমিটার দূরে বের্নবুর্গ শহরে তিনি মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন৷

নিজেকে সাবেক মুসলিম পরিচয় দেওয়া ওই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কয়েক ডজন ইসলামবিরোধী বিভিন্ন বিষয়ে পোস্ট দিয়েছেন এবং এগুলো তিনি প্রতিদিন পুনরায় পোস্ট করতেন৷

প্রায়ই ইসলাম ধর্মের সমালোচনা করতে তিনি এবং এই ধর্মটি যারা ত্যাগ করেছেন তাদেরকে অভিনন্দন জানিয়েছেন৷

‘ইউরোপে ইসলামিজম' ঠেকাতে জার্মান সরকার যথেষ্ট পদক্ষেপ নিতে পারছে না বলেও সরকারের সমালোচনা করতেন তিনি৷

জার্মানির সংবাদমাধ্যম ডের স্পিগেল জানায়, ডানপন্থি দল এএফডির সমর্থন দিতেন তিনি৷

আরআর/এআই (ডিপিএ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য